পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোর সন্দেহে থানায় গৃহবধূকে অকথ্য অত্যাচার, সাসপেন্ড পুলিশ আধিকারিক; বিক্ষোভ গ্রামবাসীর - abuses house wife

Police allegedly tortures housewife: পুলিশ আধিকারিকের ব্রেসলেট চুরি যাওয়ার ঘটনায় এক নাবালক পড়ুয়াকে সন্দেহ করেন তিনি ৷ এরপর তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ৷ এছাড়া ওই নির্যাতিতার উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

ETV Bharat
থানায় বিক্ষোভ গ্রামবাসীদের

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 7:00 AM IST

সন্দেহের বশে গৃহবধূকে থানায় নিয়ে গিয়ে তাঁর উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

খানাকুল, 24 ফ্রেব্রুয়ারি: চুরির অপবাদে থানায় তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৷ শুধু মারধরই নয়, চোখের তলায়, শরীরের গোপনাঙ্গে লঙ্কা ঘষে পাশবিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ ৷ বর্তমানে নির্যাতিতা আরামবাগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযোগ পুলিশ আধিকারিক তুষার মণ্ডলের বিরুদ্ধে ৷ অভিযুক্ত পুলিশকে সাসপেন্ড করেছে পুলিশ প্রশাসন ৷

ঘটনাটি হুগলির খানাকুলের মালঞ্চ এলাকার ৷ ঘটনার জেরে শুক্রবার বিকেলে ওই ফাঁড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসীরা ৷ পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বামেরা ৷ এদিকে ঘটনার জেরে গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ৷ এর সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ৷ এছাড়া আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেন ৷ একজন পুরুষ পুলিশ আধিকারিক হয়ে কীভাবে এক মহিলার উপর অত্যাচার চালালেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় খানাকুল থানার পুলিশ ফাঁড়ির পাশেই একটি প্রাইমারি স্কুল আছে ৷ সেই স্কুলেরই ছাত্র ওই নির্যাতিত গৃহবধূর নাবালক ছেলে ৷ কয়েকদিন আগে ফাঁড়ির বড়বাবু তুষার মণ্ডলের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায় ৷ আর সেই ঘটনায় ওই পুলিশ আধিকারিক নির্যাতিতা গৃহবধূর শিশুসন্তানকে সন্দেহ করেন ৷ অভিযোগ, এরপরই ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার জন্য বারবার ওই গৃহবধূকে চাপ দিচ্ছিলেন পুলিশ আধিকারিক তুষার মণ্ডল ৷ ওই গৃহবধূ পরিষ্কার জানিয়ে দেন, তিনি কোনও গয়না পাননি ৷

তুষার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, গৃহবধূর কোনও কথাই শোনেননি ওই পুলিশ আধিকারিক ৷ এরপর বুধবার বিকেল তিনটের সময়ে তাঁকে তুলে নিয়ে যান তুষার মণ্ডল ৷ প্রায় 11 ঘণ্টা পর অর্থাৎ রাত 2 টোর সময় অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যায় ৷ এর সঙ্গে চিকিৎসা করানোর জন্য ওই গৃহবধূর আঁচলে এক হাজার টাকা বেঁধে দিয়ে বলেন, "কেউ যেন না জানতে পারে ৷" পরিবার পরিজনের অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে একজন পুরুষ পুলিশ কর্মী কী ভাবে একজন মহিলাকে তুলে নিয়ে যায় ? শারীরিক অত্যাচার করে কী করে ?

এরপর গতকাল রাতে ওই নির্যাতিতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আরামবাগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
নির্যাতিতা বলেন, "আমি কিছুই জানি না ৷ কে ওনার ব্রেসলেট কুড়িয়ে পেয়েছে ? বারবার বলা সত্বেও তিনি আমাকে ছাড়েননি ৷ প্রচুর মারধর করেন। এর পর আমি আর কিছু জানি না ৷ আমার কোনও জ্ঞান ছিল না ৷ জ্ঞান ফিরে দেখি আমি নার্সিংহোমে ৷" তাঁরই আত্মীয় সমর বাগ ও কাকলি ধারা বলেন, "যেভাবে মারা হয়েছে, তা ভাষায় বলা যাবে না ৷" ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 9 বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক
  2. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  3. সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের বয়ান নেওয়া আইপিএস পাপিয়াকে অতিরিক্ত দায়িত্ব নবান্নের

ABOUT THE AUTHOR

...view details