পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাতে মাত্র 30 মিনিট ! অসহায় পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে নজির পুলিশের

Higher Secondary Exam: শুক্রবার শুরু হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ প্রথম দিনই দুর্গাপুরে দু’টি ঘটনায় পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল পুলিশ ৷ এক ছাত্রীকে বোর্ড কিনে দিয়ে সাহায্য করেন এক ট্রাফিক পুলিশ কর্মী ৷ আর দ্বিতীয় ঘটনায় এক ছাত্রকে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ ৷

Higher Secondary Exam
Higher Secondary Exam

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 5:09 PM IST

Updated : Feb 16, 2024, 6:52 PM IST

অসহায় পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে নজির পুলিশের

দুর্গাপুর, 16 ফেব্রুয়ারি: সরস্বতী পুজো অতিবাহিত হওয়ার পরেই শুক্রবার থেকে শুরু হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা । এই পরীক্ষার প্রথম দিনেই দুর্গাপুরের ভিড়িঙ্গি ত্রৈলক্যনাথ বিদ্যামন্দিরে দু’টি ঘটনায় মানবিকতার পরিচয় দিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেখা গেল পুলিশকে ৷

এক ছাত্রী প্রথম দিনের পরীক্ষার টেনশনের কারণে বাড়ি থেকে বোর্ড আনতে ভুলে যায় । দুর্গাপুরের অন্যতম ট্রাফিক অফিসার ইনচার্জ সন্দীপ সোম সেই ছাত্রীকে চরম দুর্ভাবনায় পড়তে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ নিজের টাকায় একটি বোর্ড কিনে ছাত্রীর হাতে ধরিয়ে দিতে দেখা গেল তাঁকে । আর প্রথম দিনের পরীক্ষায় সেই ছাত্রীকে দেখা গেল টেনশনমুক্ত হয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে ।

পুলিশের মানবিক মুখের আরও একটি ঘটনা ধরা পড়ল এই বিদ্যালয়েই । দুর্গাপুরের রামকৃষ্ণ পল্লি বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রদের উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র বি-জোনের বিধান স্কুল । সেই পরীক্ষা কেন্দ্রে না গিয়ে ভুলবশত ভিরিঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে চলে আসে ওই পরীক্ষার্থী বিপ্লব পাল । সেখানে এসে ওই পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকরা জানান, তার পরীক্ষা কেন্দ্র বিধান স্কুলে । তখন ঘড়িতে 9টা 30 মিনিট পেরিয়েছে । আধঘণ্টায় ওই পরীক্ষা কেন্দ্রে কিভাবে পৌঁছাবে, এটা ভেবেই হতভম্ব হয়ে পড়ে বিপ্লব । কী করবেন ভেবে কুলও পাচ্ছিলেন না বিপ্লবের মা-ও ।

তখন সাহায্যের জন্য এগিয়ে আসেন দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মদনমোহন দত্ত ৷ তিনি নিজের গাড়িতে দ্রুত বিপ্লবকে সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন । তিনি পুলিশের গাড়িতে করে তড়িঘড়ি ওই পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান বিপ্লবকে । ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশকে ধন্যবাদ জানায় ওই পরীক্ষার্থী ।

আরও পড়ুন:

  1. উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি
  2. ফাল্গুনে ঠান্ডার আমেজ বিদায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঁটা হবে না বৃষ্টি
  3. প্রথম দিন ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নাকাল পড়ুয়ারা, মালদার ঘটনায় কাঠগড়ায় স্কুল
Last Updated : Feb 16, 2024, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details