ব্যারাকপুর, 24 ডিসেম্বর: বচসা ও কথা কাটাকাটির জেরে কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি বারে গুলি চলল ৷ এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে ৷ গুলিবিদ্ধ অবস্থায় বারের কর্মচারী শৈবাল ঘোষ ওরফে সানুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে শিবদাসপুর থানা এলাকায় ৷
পুলিশ অভিযুক্ত বার মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু-কে গ্রেফতার করেছে ৷ বচসার জেরে এই ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ শিবদাসপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেই রয়েছে সোনু হোটেল কাম বার ৷ তারই বর্তমান মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু ৷
সূত্রের খবর, সোমবার গভীর রাতে ক্রেতাদের ভিড় ছিল বারে। তা সামাল দিচ্ছিলেন কাঁচরাপাড়ার বাসিন্দা বারের কর্মী শৈবাল ঘোষ ৷ কোনও কারণে আচমকা বার মালিক তন্ময়ের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয় । ক্রমে তা বিরাট আকার নেয় ৷ এরপর হঠাৎই তন্ময় পকেট থেকে রিলভবার বের করে শৈবালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন বলে অভিযোগ ৷ গুলি গিয়ে লাগে ওই কর্মচারীর পায়ে ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ৷ ভিড়ে ঠাসা বারের মধ্যে আচমকা গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতাদের মধ্যে ৷ তীব্র আতঙ্ক ছড়ায় সেখানে ৷