মালদা, 23 অক্টোবর: অস্ত্র-সহ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত নেতার নাম আবদুস সালাম ৷ মঙ্গলবার রাতে মালদার মোথাবাড়ি এলাকার বাড়ি থেকে ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে ৷ তল্লাশি চালিয়ে পিস্তল, পাইপগান ও ছ’রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ৷
পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত নেতাকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হলে 6 দিনের পুলিশি হেফাজতের অনুমোদন দিয়েছেন মুখ্য দায়রা বিচারক ৷ ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানা এলাকায় ৷
আবদুস তৃণমূলের মোথাবাড়ি সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি ৷ বাড়ি ওই থানা এলাকার পুরোনো পটলডাঙা গ্রামে ৷ তাঁর বিরুদ্ধে এলাকায় বেআইনিভাবে জমি দখলের মতো একাধিক অভিযোগ আগে থেকেই রয়েছে ৷ স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে সংখ্যালঘু সেলের একাধিক নেতা উপস্থিত হয়েছিলেন ৷ অনেক রাত পর্যন্ত মিটিং হয়েছে ৷ সেই সময় ওই বাড়িতে হানা দেয় মোথাবাড়ি থানার পুলিশ ৷
পরিস্থিতি বেগতিক দেখে অন্যরা পালিয়ে যান ৷ ধরা পড়ে যান সালাম ৷ ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, "ধৃতের বিরুদ্ধে অনেকদিন আগে থেকেই জমি সংক্রান্ত অভিযোগ পাওয়া যাচ্ছিল ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের খাতায় রয়েছে ৷ অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ৷ বাড়ি থেকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ৷"
এই ঘটনা ঘিরে বিতর্ক ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির বক্তব্য, “গোটা তৃণমূল দলটাই সমাজবিরোধী আর তোলাবাজে ভরে গিয়েছে ৷ জেলা সভাপতি কু'কথার মাস্টার ৷ কয়েকদিন আগে দলের কর্মীদের আন্দোলন শুরু করতে বলেছেন ৷ তাঁর আন্দোলন মানে বিরোধীদের নিকেশ করা ৷ আমার ধারণা সে কারণেই বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকজন অস্ত্র মজুত করেছে ৷ গতকাল ইংরেজবাজার পুর-এলাকায় তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে মজুত বোমা ফেটে একটি শিশু আহত হয়েছে ৷ এবার অস্ত্র সহ তৃণমূল নেতা ধরা পড়ল ৷”
মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও দাবি করেছেন, “ধত ব্যক্তি তৃণমূলের কেউ নয় ৷ তৃণমূলের ব্লক সভাপতি কিংবা জেলা নেতৃত্বকে না জানিয়েই সংখ্যালঘু সেলের জেলা সভাপতি টিংকু রহমান বিশ্বাস বেআইনিভাবে অঞ্চল সভাপতি হিসাবে তার নাম ঘোষণা করেছিলেন ৷ কিছুদিনের মধ্যেই সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতিদের নাম দলীয়ভাবে ঘোষণা করা হবে ৷”
এদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলছেন, “বিরোধীরা কী বলছে তাতে আমাদের মাথাব্যথা নেই ৷ মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিয়েছেন কোনও রং না দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে ৷ ইতিমধ্যে তিনি অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন, আমরা সেটাই মেনে চলব ৷ ধৃতের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে ৷ পুলিশ সে’ব্যাপারে পদক্ষেপ করবে ৷ ওই ব্যক্তির পাশে দল নেই ৷"