পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলে শহরে প্রধানমন্ত্রী, বুধে একাধিক কর্মসূচি, আঁটোসাঁটো নিরাপত্তা শহরজুড়ে - কলকাতা পুলিশ

Lalbazar Police: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আসানসোলের পর এবার শহরে সরকারি কাজে মঙ্গলবার আসছেন মোদি ৷ তার আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে এবং যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত লালবাজার-প্রশাসন ৷

Etv Bharat
বুধবার শহরে প্রধানমন্ত্রী মোদি

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 4:41 PM IST

যানজট এড়াতে নিষেধাজ্ঞা লালবাজারের

কলকাতা, 5 মার্চ: একাধিক কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিকাল অর্থাৎ বুধবার এই শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার রাতেই শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী ৷ রাত কাটাবেন রাজভবনে ৷ ইতিমধ্যেই, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে লালবাজার। এই বিষয়ে কলকাতার পুলিশ নগরপাল বিনীত গোয়েলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা 40 মিনিট পর্যন্ত এবং বুধবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিভিআইপি মুভমেন্ট শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। লালবাজার ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে যে মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা 40 মিনিট পর্যন্ত দুর্গাপুর ব্রিজ, হাডকো ক্রসিং, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ ও রাজ ভবন (দক্ষিণ) গেট-এ নিয়ন্ত্রিত হবে যান চলাচল।

এছাড়াও বুধবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রাজভবন (দক্ষিণ) গেট, আর আর অ্যাভিনিউ, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, কেপি রোড, 11 ফারলং গেটে ৷ আবার এইদিনেই এসপ্ল্যানেড রো (পূর্ব) ও এসপ্ল্যানেড ক্রসিং থেকে একেবারে জেএল নেহেরু রোড হতে এসপ্ল্যানেড মেট্রোর 5 নম্বর গেট পর্যন্ত যানবাহনের পার্কিংও নিয়ন্ত্রিত হবে। গোটা বিষয়টির পর্যবেক্ষণের দায়িত্ব থাকবেন কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আইপিএস আধিকারিক। সব মিলিয়ে বুধবার পর্যন্ত রাস্তায় বেরোলে হাতে সময় নিয়ে বেরোতে হবে ৷ যানবাহন নিয়ন্ত্রণের ফলে বেশ কিছু জায়গায় গাড়ির গতি শ্লথ হতে পারেও বলে মনে করছে লালবাজার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details