পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তাপস-শীলভদ্রর প্রচারে একইদিনে শহরে মোদি-শাহ, কবে ? - Modi Shah Meeting in Kolkata - MODI SHAH MEETING IN KOLKATA

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী রাজ্যে নির্বাচনী প্রচার করে গিয়েছেন ৷ আজ বালুরঘাটে সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আলাদা আলাদাভাবে রাজ্যে এলেও এবার কলকাতায় একসঙ্গে আসতে চলেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ রোড শো'য়ের পাশাপাশি শহরের দুই ভিন্ন জায়গায় সভা করবেন তাঁরা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 11:49 AM IST

Updated : Apr 10, 2024, 12:28 PM IST

কলকাতা, 10 এপ্রিল:আগামী মাসের শেষের দিকে বিজেপি'র নির্বাচনী প্রচারে শহরে চাঁদের হাট। কারণ, একইদিনে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ একইদিন কেবল নয়, একই সময় শহরের দু'টি জায়গা থেকে সভা করবেন দু'জনে । এখনও পর্যন্ত তেমনটাই খবর বিজেপি সূত্রে ।

জানা গিয়েছে, শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড শো করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় এবং দমদমের প্রার্থী শীলভদ্র দত্তর সমর্থনে হবে এই রোড শো। একই দিনে কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং যাদবপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে হাজরা মোড়ে জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ।

রাজ্যে এবার সাত দফায় লোকসভা নির্বাচন। আর একেবারে শেষ পর্বে অর্থাৎ, 1 জুন কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর-সহ আরও একাধিক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে । তাই একদিকে কলকাতা দক্ষিণের সাংসদ পদপ্রার্থী দেবশ্রী চৌধুরী এবং অন্যদিকে কলকাতা উত্তরে তাপস রায়, পাশাপাশি দমদম কেন্দ্রে শীলভদ্র দত্ত ও যাদবপুর কেন্দ্রে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার সারবেন মোদি-শাহ। কারণ গত নির্বাচনের গ্রাফ দেখলে বোঝা যাবে কলকাতা দক্ষিণ বরাবরই তৃণমূল কংগ্রেসের গড় ৷ আরও ভালোভাবে বললে এটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ।

পাশাপাশি কলকাতা উত্তর থেকে পাঁচবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দোপাধ্যায় ৷ তাই এই কেন্দ্রগুলিতে পদ্ম ফোঁটাতে মরিয়া বিজেপি । সেই লক্ষ্যে এবার এই কেন্দ্রগুলির জন্য একদিকে শহরে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

আরও পড়ুন:

  1. 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির
  2. প্রধানমন্ত্রীর পর বুধে বাংলায় শাহ, প্রচার করবেন সুকান্তর সমর্থনে
  3. জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর
Last Updated : Apr 10, 2024, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details