পশ্চিমবঙ্গ

west bengal

কালিম্পংয়ে এফএম স্টেশনের ভার্চুয়াল শিলান্যাস প্রধানমন্ত্রীর, 'ঐতিহাসিক দিন', বললেন সাংসদ

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 9:18 AM IST

All India Radio FM Station in Kalimpong: পাহাড়ের কালিম্পংয়ে এফএম স্টেশনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর ফলে ফের এই দুর্গম পাহাড়ি এলাকায় নেপালি ও গোর্খা ভাষার অনুষ্ঠান সম্প্রচার সম্ভব হবে ৷ 1 কিলোওয়াট এই স্টেশনের কাজ শেষ হতে প্রায় এক বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat
কালিম্পংয়ে এফএম স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিম্পংয়ে এফএম স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে বললেন বিজেপি সাংসদ রাজু বিস্তা

কালিম্পং, 20 জানুয়ারি:ডিজিটাল এফ ট্রান্সমিটার পেতে চলেছে কালিম্পং ৷ শুক্রবার চেন্নাই থেকে এই 1 কিলোওয়াট ট্রান্সমিটারের ভার্চুয়াল শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কালিম্পংয়ের পৌরসভায় তৈরি হবে 1 কিলোওয়াটের এফএম স্টেশন ৷

এই উদ্যোগ প্রসঙ্গে বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়বাসীর জন্য আজ একটা ঐতিহাসিক দিন ৷ বহুদিন ধরে কালিম্পংয়ে অল ইন্ডিয়া রেডিয়োর কার্যালয়টি বন্ধ ছিল ৷ প্রধানমন্ত্রী নিজে এর শিলান্যাস করেছেন ৷ আমি তাঁর কাছে কৃতজ্ঞ ৷ পাহাড়ি এলাকায় যোগাযোগের সমস্যা থেকেই যায় ৷ তাই আমাদের এলাকায় আকাশবাণীর সক্রিয়তা আরও বাড়ুক ৷ এতে পাহাড়বাসীর সুবিধে হবে ৷ এই বিষয়টি আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জানিয়েছিলাম ৷"

শুক্রবার এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের লোকসভা সাংসদ রাজু বিস্তা এবং দূরদর্শনের অন্য আধিকারিকরা ৷ এদিন বিজেপি সাংসদ একটি স্টুডিয়ো তৈরির কথা জানান ৷ এফএম স্টেশন তৈরির কাজ আগামী 8-9 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ সাংসদ রাজু বিস্তা বলেন, "অন্য জায়গায় নেপালি, গোর্খা অনুষ্ঠান হলে, সেই সবকিছুর সরাসরি সম্প্রচার হবে কালিম্পং থেকে ৷ এই অঞ্চল এবং আশপাশে থাকা মানুষেরা এই সব অনুষ্ঠান কোনও সমস্যা ছাড়াই শুনতে-দেখতে পাবেন ৷"

কালিম্পং পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে 1 কিলোওয়াট এফএম স্টেশনের তৈরি করতে খরচ পড়ছে 3.36 কোটি টাকা ৷ রাজু বিস্তা মনে করিয়ে দেন, 2022 সালের ডিসেম্বর থেকে কার্শিয়াংয়ে নেপালি অনুষ্ঠানগুলি সারা দেশে সম্প্রচারিত হয় ৷ আকাশবাণী শিলিগুড়ির প্রধান জিতেন কুমার রায় বলেন, "আজ এখানে 1 কিলোওয়াট এফএম স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কালিম্পং এবং তার আশপাশে 30 কিলোমিটার পর্যন্ত অনুষ্ঠানের সম্প্রচার করা সম্ভব ৷ প্রথমে ট্রান্সমিটার বসছে ৷ আশা করি, পরে এখানে একটা স্টুডিয়ো করা যাবে ৷ সেখানে স্থানীয় কলাকুশলীরা নিজের প্রতিভা তুলে ধরার একটা সুযোগ পাবেন ৷ "

আরও পড়ুন:

  1. শৈলরানিতে বছরের প্রথম তুষারপাত, বরফ খেলতে মত্ত পর্যটকরা; দেখুন ভিডিয়ো
  2. পাহাড় চূড়া থেকে মেঘের হাতছানি, ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে 'অহলদাড়া'
  3. মহকুমা ঘোষণা হওয়ায় উৎসবের পরিবেশ ধূপগুড়িতে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details