ETV Bharat / state

হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধার, বলাগড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য - Unusual death - UNUSUAL DEATH

Hanging Body Found: কিছুদিন আগে প্রায় জনা পঁচিশ পরিযায়ী শ্রমিক পিএইচই জলের পাইপ লাইনের কাজে বলাগড়ের সিজা কামালপুরের ওই এলকাতে আসে। সেখানেই একটি ঘরে এদিন হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয় ৷

Hanging Body Found
ঝুলন্ত দেহ উদ্ধার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 7:13 AM IST

হুগলি, 7 সেপ্টেম্বর: এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বলাগড়ের সিজা কামালপুরে। জানা গিয়েছে, এলাকার একটি ঘর থেকে এক পরিযায়ী শ্রমিকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতের নাম সাগর শেখ, বয়স 23 বছর। বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হনুমন্তনগরে । দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে এই পরিযায়ী শ্রমিকের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে প্রায় জনা পঁচিশ পরিযায়ী শ্রমিক পিএইচই জলের পাইপ লাইনের কাজে বলাগড়ের সিজা কামালপুরের ওই এলকাতে আসে। সিজা কামালপুর বাস স্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটেই থাকতো এই শ্রমিকরা। সেখানেই একটি ঘরে এদিন হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় সাগর শেখের দেহ উদ্ধার হয়। দেহ দেখামাত্র পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ওই দলেরই 5 জন পরিযায়ী শ্রমিক এই ঘটনার পর পালানোর চেষ্টা করেছিল । কিন্তু, স্থানীয়দের সহযোগিতায় স্টেশন থেকেই তাদের আটক করে পুলিশ।

সব মিলিয়ে এই ঘটনায় প্রায় 20 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ । প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই শ্রমিককে । দেহ উদ্ধার করে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে । হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, "বলাগড়ের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ।"

হুগলি, 7 সেপ্টেম্বর: এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বলাগড়ের সিজা কামালপুরে। জানা গিয়েছে, এলাকার একটি ঘর থেকে এক পরিযায়ী শ্রমিকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতের নাম সাগর শেখ, বয়স 23 বছর। বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হনুমন্তনগরে । দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে এই পরিযায়ী শ্রমিকের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে প্রায় জনা পঁচিশ পরিযায়ী শ্রমিক পিএইচই জলের পাইপ লাইনের কাজে বলাগড়ের সিজা কামালপুরের ওই এলকাতে আসে। সিজা কামালপুর বাস স্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটেই থাকতো এই শ্রমিকরা। সেখানেই একটি ঘরে এদিন হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় সাগর শেখের দেহ উদ্ধার হয়। দেহ দেখামাত্র পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ওই দলেরই 5 জন পরিযায়ী শ্রমিক এই ঘটনার পর পালানোর চেষ্টা করেছিল । কিন্তু, স্থানীয়দের সহযোগিতায় স্টেশন থেকেই তাদের আটক করে পুলিশ।

সব মিলিয়ে এই ঘটনায় প্রায় 20 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ । প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই শ্রমিককে । দেহ উদ্ধার করে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে । হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, "বলাগড়ের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.