পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচ কাণ্ডে জনস্বার্থ মামলা হাইকোর্টে, সিবিআই তদন্তের আর্জি - Garden reach building collapse

Garden Reach Building Collapse: গার্ডেনরিচ কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷ বহুতল ভেঙে পড়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি মামলাকারীদের ৷ ওই এলাকায় এরকম বেআইনি নির্মাণ আরও রয়েছে বলে অভিযোগ ৷

Calcutta High Court
Calcutta High Court

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 3:39 PM IST

Updated : Mar 19, 2024, 3:55 PM IST

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়া নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে । কলকাতা পোর্ট এলাকায় এরকম বেআইনি বাড়ি আর কটা আছে, সেই নিয়ে রিপোর্ট তলব করুক আদালত ৷ এই আর্জিতে মামলা হয়েছে হাইকোর্টে । একইভাবে গার্ডেনরিচের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে মামলাকারীদের তরফে।

মঙ্গলবার গার্ডেনরিচের ঘটনা নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা রাকেশ সিংহের আইনজীবীরা ৷ তাঁদের দাবি, ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে । রাজ্য সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করা হয় । মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । বৃহস্পতিবার মামলার শুনানি হবে ।

রবিবার রাতে গার্ডেনরিচের ফতেপুরে ভেঙে পড়ে একটি নির্মীয়মান পাঁচতলা বাড়ি । বাড়িটি বেআইনি বলে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ কিন্তু এলাকার মানুষের দাবি, এই ধরনের বেআইনি নির্মাণ গার্ডেনরিচের আনাচেকানাচে প্রচুর রয়েছে । পৌরনিগমের অনুমোদন ছাড়াই একের পর এক বহুতল তৈরি হচ্ছে । পৌর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে এই কাজ চলছে । কিন্তু পৌর আধিকারিকরা কোনো ব্যবস্থাই নেন না বলে অভিযোগ ।

অন্যদিকে, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর বেআইনি নির্মাণে আরও কড়া হয়েছে আদালত। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয় বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । মঙ্গলবার এক মামলার শুনানিতে তিনি বলেন, "বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনও মামলাই শুনব না ।" ফলে কোনও রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার প্রশ্নই নেই বলেও স্পষ্ট করে দেন বিচারপতি সিনহা ৷

আরও পড়ুন:

  1. বেআইনি বাড়ি ভাঙার সব নির্দেশ বলবৎ থাকবে, সাফ নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
  2. ড্যামেজ কন্ট্রোলে কলকাতা কর্পোরেশন, 6টি বাড়িকে বেআইনি নির্মাণের নোটিশ
  3. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !
Last Updated : Mar 19, 2024, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details