শিলিগুড়ি, 28 ডিসেম্বর: আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার এসএসবি জওয়ান ৷ শিলিগুড়ির ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত জওয়ান অমিত কুমার সিংকে হেফাজতে নিয়েছে মাটিগাড়া থানার পুলিশ ৷ এসএসবি-র আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিং ৷ তাঁর বাড়ি ঝাড়খণ্ডে ৷ এসএসবি’র 8 নম্বর ব্যাটালিয়নে অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন তিনি ৷ অভিযোগ, অমিত কুমার সিং ব্যাটালিয়নের খাওয়া-দাওয়ার বিল এবং অন্যান্য জওয়ানদের বেতনের ভুয়ো বিল তৈরি করে লক্ষাধিক টাকা প্রতারণা করেন ৷
2022 সাল থেকে তিনি এসএসবি-র অ্যাকাউন্টস বিভাগে কর্মরত ছিলেন ৷ অভিযোগ, গত জুলাই মাস থেকে বিলে কারচুপি করা শুরু করেন ৷ তিনি জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে প্রায় সাড়ে 22 লক্ষ টাকার কারচুপি করেন ৷ সেই সব টাকা অভিযুক্ত এসএসবি জওয়ান নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন ৷ গত নভেম্বর মাসেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷
ঘটনাটি জানাজানি হতেই অমিত কুমার সিংয়ের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবি’র ডেপুটি কমান্ডান্ট ওমপ্রকাশ মিশ্র ৷ তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে, তদন্তে নেমে শুক্রবার রাতে এসএসবি’র 8 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় অমিত কুমার সিংকে ৷
শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ৷ বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন ৷ সঙ্গে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ পুলিশ তছরুপের টাকার হদিশ পেতে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ৷
এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "একজন জওয়ানকে গ্রেফতার করা হয়েছে ৷ এসএসবি আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানান ৷ বিচারক সেই নির্দেশ দিয়েছেন ৷ টাকা উদ্ধারের চেষ্টা করা হবে ৷"