কলকাতা, 28 জুন: ফের খাস কলকাতায় গণপিটুনির জেরে হত্যা ৷ মোবাইল চোর সন্দেহে প্রথমে ছাত্রাবাসে এক ব্যক্তিকে নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে গণধোলাই করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় 37 বছরের বেলগাছিয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বৌবাজারে নির্মল চন্দ্র স্ট্রিট এলাকার একটি ছাত্রাবাসে ৷ এই ঘটনায় আগে ঘটনাস্থলে মুচিপাড়া থানা এবং বউবাজার থানার পুলিশ কর্মীরা আসেন। পরে এই ঘটনার তদন্ত শুরু হয় মুচিপাড়া থানায়। এখনও পর্যন্ত এই ঘটনায় 14 জন আটক। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ থেকে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকালে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে ওই ছাত্রাবাসে নিয়ে যায় কয়েক জন যুবক। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ছাত্রাবাসে বিভিন্ন ছাত্র-ছাত্রীরা থাকেন। অভিযোগ সেখানে তাঁকে হাত-পা বেঁধে নির্মমভাবে অত্যাচার করা হয়। গোটা বিষয়টি জানতে পারেন এলাকার বাসিন্দারা ৷ পড়ে অবশেষে পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে এসে পুলিশ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।