পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এনআরএস হাসপাতাল থেকে নিখোঁজ রোগী! নিরাপত্তা কোথায় ? প্রশ্ন পরিবারের - Patient Missing from Hospital - PATIENT MISSING FROM HOSPITAL

Missing Patient from NRS Hospital: পুরো হাসপাতালে খোঁজ করলেও, খোঁজ মেলেনি তাঁর। হাসপাতাল থেকে উধাও হয়ে যান তিনি। তখনই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে রোগীর পরিবার। ইতিমধ্যেই এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Missing Patient from NRS Hospital
এনআরএস হাসপাতাল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 11:07 PM IST

কলকাতা, 20 জুন: হাসপাতাল থেকে আচমকাই বেরিয়ে গেলেন বছর 59-এর রোগী। ফের প্রশ্ন উঠল এনআরএস হাসপাতালের নিরাপত্তা নিয়ে। গত 16 জুন ব্রেন টিউমারের সমস্যা নিয়ে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁকুড়ার বাসিন্দা কিশোর কুমার রায়। বুধবার তাঁর সঙ্গে দেখা করতে যান পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে গেলেও দেখা পান না রোগীর। কোথায় গেলেন তাঁদের রোগী সেই নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের সদস্যরা।

রোগীর শ্যালক বাসুদেব নন্দী বলেন, "আমরা 16 জুন ওনাকে হাসপাতালে ভর্তি করি। নিউরো সার্জারি বিভাগে তাঁকে রাখা হয়েছিল। এমনকী তাঁর দেখভালের জন্য 600 টাকা দিয়ে আয়া রাখা হয়েছিল। আজ আমরা দেখা করতে আসি। তখনই দেখি তিনি বেডে নেই। তারপর হাসপাতাল কর্তৃপক্ষকেও বলি।" যদিও তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদেরকে বলেছে বাথরুমে যাওয়ার নাম করে বহু মানুষই বেরিয়ে যান। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যেই এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গিয়েছে, বুধবার 1.40 নাগাদ হাসপাতালের মেইন গেট থেকে স্যালাইন হাতে বেরিয়ে গিয়েছেন রোগী কিশোর কুমার রায়। এই বিষয়ে ডিসি ইএসডি গৌরব লাল বলেন, "হাসপাতালের আউটপোস্টে একটা নিখোঁজ জিডি করা হয়েছে। তাঁর খোঁজ চালানো হচ্ছে । অপরদিকে, হাসপাতালে সিসিটিভি ফুটেজ গুলো তাঁরা খতিয়ে দেখবেন।

অন্যদিকে, রোগীর পরিবার প্রশ্ন তুলছে কীভাবে সকলের চোখ এড়িয়ে বেরিয়ে গেলেন রোগী। যদিও তাঁদের মনে হয়, ওই ওয়ার্ডে অত্যধিক নোংরা থাকার জন্য একাধিকবার পরিবারের লোককে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছেন কিশোরবাবু। কিছুদিন আগে শিরদাঁড়ায় তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল। 16 জুন ভর্তি হওয়ার পর থেকে স্ট্রেচারে রাখা হয় তাঁকে। তার ফলে অত্যধিক যন্ত্রণা ভোগ করছিলেন তিনি। সেই সবকিছুর জন্যই হাসপাতাল থেকে কাউকে কিছু না-বলে বেরিয়ে যান ওই রোগী, বলেই মনে করছে পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details