পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আর কতদিন জেলে ?' পার্থর জামিন মামলায় ইডি'কে প্রশ্ন সুপ্রিম কোর্টের - PARTHA CHATTERJEE BAIL PLEA HEARING

এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে ইডি'র সমালোচনা করল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যে গুরুত্বপূর্ণ, জানাল বেঞ্চ ৷

Partha Chatterjes bail plea hearing in SC
পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে (ইটিভি ভারত)

By Sumit Saxena

Published : Nov 27, 2024, 4:28 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: আর কত দিন জেলে থাকবেন প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ? বুধবার তাঁর জামিনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'কে ৷

একই সঙ্গে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যে কোনও রাজনৈতিক নেতার পক্ষে দুর্নীতিতে মদত জোগানোটা সহজ এবং পরে তাঁরাই নিজেদের নিরপরাধ বলে দাবি করে থাকেন ৷ দু'বছরেরও বেশি সময় ধরে আর্থিক তছরূপের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন ৷

এদিন বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে প্রশ্ন করে, "আমরা যদি জামিন না দিই, তাহলে কী হবে ? তাঁর বিচারপর্ব এখনও শুরু হয়নি ৷ এই মামলায় 183 জন সাক্ষী আছেন ৷ বিচারে সময় লাগবে ৷ আমরা তাঁকে আর কতদিন জেলে রাখতে পারি ? এখন এটাই প্রশ্ন ৷ দু'বছরেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ এই ধরনের মামলায় ভারসাম্য বজায় রাখব কীভাবে ?"

দেশের শীর্ষ আদালতের মতে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা যথেষ্ট গুরুতর এবং অবহেলার বিষয় নয় ৷ সুপ্রিম কোর্ট এদিন ইডির সমালোচনা করে ৷ দুই বিচারপতির বেঞ্চ, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে বলে, "যদি শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত না হন ৷ 2.5-3 বছর অল্প সময় নয় ৷ আপনারা কী মনে করছেন, তিনি (পার্থ চট্টোপাধ্যায়) কত শতাংশ দোষী ? যদি তা 60-70 শতাংশও হয়, তাতেও তো দোষী সাব্যস্ত করার জন্য এই হার খুবই খারাপ ৷"

এখানেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি বেঞ্চের উদ্দেশে বলেন, "2022 সালের 23 জুলাই তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই তখন থেকে তিনি জেলেই রয়েছেন ৷" তিনি আরও জানান 73 বছর বয়সি প্রাক্তন মন্ত্রী বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন ৷ অর্থের বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি বিক্রির অভিযোগে পার্থ চট্টোপাধ্য়ায়কে কলকাতায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি ৷ ইডি ও সিবিআই-দুই তদন্তকারী সংস্থাই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

যে মামলায় 183 জন সাক্ষী, তা যে ভবিষ্যতে খুব দ্রুত শেষ হবে, সে আশা করা যায় না ৷ এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (পিএমএলএ) যে মামলা দায়ের হয়েছে, তাতে 7 বছর পর্যন্ত জেল হেফাজত হতে পারে ৷ এর মধ্যে এক-তৃতীয়াংশ সময় তো জেলে কাটিয়েই ফেলেছেন অভিযুক্ত, আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী মুকুল রোহতাগি ৷

ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জামিনের আবেদনের বিরোধিতা করেন ৷ তিনি আদালতে জানান, প্রাক্তন মন্ত্রী বড়সড় দুর্নীতিতে জড়িত ছিলেন ৷ এর ফলে 50 হাজার প্রার্থী প্রভাবিত হয়েছেন ৷ তিনি প্রভাবশালী এবং মুক্তি পেলে সাক্ষ্যপ্রমাণ লোপাট করতে পারেন ৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিকিৎসকদের প্রভাবিত করে সুবিধে মতো মেডিক্যাল সার্টিফিকেট পাওয়ার অভিযোগ রয়েছে ৷

বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এদিন আইনজীবী মুকুল রোহতাগিকে পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতে থাকা নিয়ে আদালতে বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছে ৷ পরবর্তী শুনানি 2 ডিসেম্বর ৷

ABOUT THE AUTHOR

...view details