বাগদা, 16 জুন: তৃণমূলের দলীয় কোন্দল বাগদায় নতুন নয়। উপনির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল। সে ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব যাতে বাধা না-হয়ে দাঁড়ায় সেদিকে সতর্ক নজর রাজ্য নেতৃত্বের। রবিবার দলীয় বৈঠকের বার্তায় তা আরও পরিষ্কার হল ৷ বাগদা বিধানসভায় উপনির্বাচনে দলীয় প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে বিধানসভা নির্বাচনের লক্ষ্য বেঁধে দিলেন সাংসদ তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক ৷
এদিন তিনি বলেন, "বাগদা আমরা জিতব। কিন্তু আপনি জয়ে সঙ্গী হতে পারবেন কি না, আপনাকে ঠিক করতে হবে।" একই সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, "আপনি যদি ভাবেন একটু কাঠিবাজি করে হারিয়ে দেবেন, পারবেন না। আমরা এখানে বসে থাকব।" এর পরেই মন্ত্রীর হুশিয়ারি, "কাঠি করলে উলটে কীভাবে কাঠি করতে হয় ভগবানের আশীর্বাদে শিখে গিয়েছি। তাই যারা ভাবছেন ছোট ছোট কাঠি বের করবেন ঘরে ঢুকিয়ে রাখুন।" পাশাপাশি তিনি জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে বাগদা থেকে প্রার্থী হবে। কিন্তু তার জন্য মধুপর্ণা ঠাকুরকে জেতাতে হবে।"