পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কাঠিবাজি করলে উলটে কাঠি হবে', উপনির্বাচনের আগে বাগদায় কড়া বার্তা পার্থর - Assembly Bye Election 2024 - ASSEMBLY BYE ELECTION 2024

Partha Bhowmick on Bye-Election Campaign: 10 জুলাই উপনির্বাচন বাগদায় ৷ রবিবার ভোট প্রচার সারলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক ৷ 2026-এ বিধানসভায় বাগদা থেকে ভোটের টিকিট কীভাবে পাওয়া সম্ভব? উত্তর দিলেন ভাটপাড়ার সাংসদ ৷

Partha Bhowmick Election Campaign
পার্থ ভৌমিকের প্রচার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 9:16 AM IST

বাগদা, 16 জুন: তৃণমূলের দলীয় কোন্দল বাগদায় নতুন নয়। উপনির্বাচনে এই কেন্দ্র পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল। সে ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব যাতে বাধা না-হয়ে দাঁড়ায় সেদিকে সতর্ক নজর রাজ্য নেতৃত্বের। রবিবার দলীয় বৈঠকের বার্তায় তা আরও পরিষ্কার হল ৷ বাগদা বিধানসভায় উপনির্বাচনে দলীয় প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে বিধানসভা নির্বাচনের লক্ষ্য বেঁধে দিলেন সাংসদ তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক ৷

ভোট প্রচার সারলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক (ইটিভি ভারত)

এদিন তিনি বলেন, "বাগদা আমরা জিতব। কিন্তু আপনি জয়ে সঙ্গী হতে পারবেন কি না, আপনাকে ঠিক করতে হবে।" একই সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, "আপনি যদি ভাবেন একটু কাঠিবাজি করে হারিয়ে দেবেন, পারবেন না। আমরা এখানে বসে থাকব।" এর পরেই মন্ত্রীর হুশিয়ারি, "কাঠি করলে উলটে কীভাবে কাঠি করতে হয় ভগবানের আশীর্বাদে শিখে গিয়েছি। তাই যারা ভাবছেন ছোট ছোট কাঠি বের করবেন ঘরে ঢুকিয়ে রাখুন।" পাশাপাশি তিনি জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে বাগদা থেকে প্রার্থী হবে। কিন্তু তার জন্য মধুপর্ণা ঠাকুরকে জেতাতে হবে।"

এদিনের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য লোকসভা ভোটে জয়ী মন্ত্রী পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সভা মঞ্চে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দেন পার্থ ভৌমিক। কর্মিসভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে হেলেঞ্চা বাজারে র‍্যালি করে উপ নির্বাচনের প্রচার শুরু করে তৃণমূল।

জুলাইয়ের 10 তারিখ উত্তর 24 পরগণার বাগদা বিধানসভায় উপনির্বাচন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় 20 হাজারেরও বেশি ভোটে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই কেন্দ্র পুনরুদ্ধারে তৃণমূলের হাতিয়ার তরুণ তুর্কি মতুয়া বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর, যিনি মমতাবালা ঠাকুরের কনিষ্ঠ কন্যা।

ABOUT THE AUTHOR

...view details