পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডায়েরি হাতে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে সিবিআই ও ফরেন্সিক ! মিলল কি ছেঁড়া পাতার তথ্য ? - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Statement of RG Kar Victims Parents: আরজি কর হাসপাতাল-কাণ্ডের রহস্য কি তাহলে লুকিয়ে নির্যাতিতা ছাত্রীর ডায়েরিতে ? রবিবার নির্যাতিতার বাবার বক্তব্যে ডায়েরির ছেঁড়া পাতাই কি ধরিয়ে দেবে আসল অপরাধীকে ? আরজি করে নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে সিবিআই ৷ তাঁর বাবা-মা'র সঙ্গে কী কথা হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ?

CBI at RG Kar Victims House in Sodepur
আরজি করে নিহত চিকিৎসকের বাড়িতে সিবিআই (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 3:41 PM IST

Updated : Aug 19, 2024, 5:20 PM IST

ব‍্যারাকপুর, 19 অগস্ট: বৃহস্পতির পর সোমবার ! আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে কথা বলতে ফের সোদপুরের বাড়িতে গেলেন সিবিআইয়ের দুই মহিলা আধিকারিক ৷ সোমবার দুপুর 1টা 15 নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি থামে নিহত চিকিৎসকের বাড়ির সামনে । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । এরপর গাড়ি থেকে নেমে সিবিআইয়ের ওই দুই মহিলা আধিকারিক সোজা ঢুকে যান নির্যাতিতার বাড়িতে । সোমবার এক ঘণ্টারও বেশি সময় ধরে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা'র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তাঁরা । এমনটাই খবর সিবিআই সূত্রে ।

নির্যাতিতার বাড়িতে সিবিআই (ইটিভি ভারত)

এদিন বিকেলে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে আসে সিবিআইয়ের ফরেন্সিক টিমের তিন সদস্য । হাতে ফাইল এবং বেশ কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে তাঁদের ঢুকতে দেখা যায় ৷ তাহলে কি নির্যাতিতার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কোনও ইলেকট্রনিক্স তথ্য সংগ্রহ করবে সিবিআইয়ের ফরেন্সিক দল ? উঠছে প্রশ্ন ৷

এর আগে এদিন সিবিআইয়ের দুই মহিলা আধিকারিক ডায়রি হাতে নিয়ে পৌঁছে যান নির্যাতিতার বাড়িতে।তাঁরা যখন নির্যাতিতার ডায়রির ছেঁড়া পাতার রহস্য ভেদ করতে নিহত চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে কথা বলছেন।তখন সেখানে সিবিআইয়ের ফরেন্সিক টিমের ইলেকট্রনিক্স সরঞ্জাম হাতে নিয়ে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, সিবিআইয়ের এক মহিলা আধিকারিকের হাতে এদিন একটি রঙের ডায়েরি ছিল । সেটি সম্ভবত বাজেয়াপ্ত হওয়া নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর হতে পারে বলে মনে করা হচ্ছে । সেই ডায়েরির ছেঁড়া পাতা নিয়ে অভিযোগ প্রসঙ্গে এদিন নিহত চিকিৎসকের বাবা-মা'র সঙ্গে তদন্তকারী দলের সদস্যরা কথা বলেছেন বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে ।

রবিবার মেয়ের লেখা ডায়েরির পাতা উধাও হওয়া নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন নির্যাতিতা ছাত্রীর বাবা । বাজেয়াপ্ত হওয়া ডায়েরির কিছু পাতা উধাও হয়ে গেলেও তাঁর কাছে সেই পাতাগুলির ছবি তোলা আছে বলে জানিয়েছিলেন তিনি ৷ সিবিআই চাইলে সব প্রমাণ তাঁদের হাতে তুলে দেবেন বলেছিলেন চিকিৎসকের বাবা ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ডায়েরির প্রসঙ্গে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা কী জানেন ? তার ছেঁড়া পাতায় ঠিক কী লেখা ছিল ? হাসপাতালের ভিতরের কোনও বিষয় কী জেনে ফেলেছিলেন নির্যাতিতা ছাত্রী ? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কীভাবে তাঁকে চাপে রাখতেন ? তাঁর সঙ্গে কী রকম ব‍্যবহার করতেন তিনি ? এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এদিন সিবিআইয়ের আধিকারিকরা নির্যাতিতার বাবা-মা'র কাছে জানতে চেয়েছেন ৷ সূত্র মারফত খবর, সবটাই এদিন তাঁরা জানিয়েছেন সিবিআইয়ের দুই মহিলা আধিকারিকের কাছে । সেই সমস্ত তথ্য এবং নির্যাতিতা ছাত্রীর বাবা-মা'র বয়ান এদিন নথিভুক্ত করেছে সিবিআই ।

Last Updated : Aug 19, 2024, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details