কলকাতা, 6 ফেব্রুয়ারি: ফের সন্ধের আকাশে গ্রহের প্যারেড। একই বক্ররেখায় দেখা যাবে তাদের ৷ শেষবার ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷ এবার দেখা যাবে একসঙ্গে সাতটি গ্রহকে ৷ আগামী 28 ফেব্রুয়ারি বিরলতমদৃশ্য দেখা যাবে আকাশে ৷ নিকোলাস কোপার্নিকাস যার জন্য 20 বছর অপেক্ষা করেছিলেন ৷ সেই বুধ গ্রহ এবার ছ’টি গ্রহের সঙ্গে একই বক্ররেখায় অবস্থান করবে ৷ উল্লেখ্য, 2040 সালের আগে হয়তো আর দেখা যাবে না ৷
শুধু তাই নয়, পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ চাঁদকেও এবার দেখা যাবে প্যারেডে অংশ নিতে ৷ যে বক্ররেখায় আগেই শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, নেপচুন এবং ইউরেনাস এসেছিল ৷ এবার সেখানেই জায়গা করছে চাঁদ ৷ শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে অপরূপ সেই দৃশ্য দেখা যাবে ৷
এই বিরল মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ করে দিচ্ছে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা (বিআইটিএম)। সেখানকার টেকনিক্যাল অফিসার তরুণকুমার দাস বলেন, "বুধ সূর্যের আলোয় ঢেকে যাওয়ায় দৃশ্যমান হয় না ৷ সেই বুধ'কে দেখার জন্য প্রায় কুড়ি বছর অপেক্ষা করেছিলেন কোপারনিকাস ৷ কিন্তু, তিনি তা দেখে যেতে পারেননি ৷ তিনি আক্ষেপ করেছিলেন ৷ আমরা আবারও সেই সুযোগ পাচ্ছি ৷ যা 2040 সালের আগে হয়তো আর দেখা যাবে না ৷ এর আগে গত বছর 4 এপ্রিল বুধ-সহ মোট ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷"