আলিপুরদুয়ার, 19 ফেব্রুয়ারি: পৃথিবীর সবচেয়ে ছোট জনজাতি টোটো। টোটো জনজাতির সাত পুরুষের তথ্যপঞ্জি লিপিবদ্ধ করে সরকার ও ইউনেসকোর কাছে তুলে দেবেন 'পদ্মশ্রী' ধনীরাম টোটো। শুধু তাই নয় দেশে এই প্রথম কোনও জনজাতির তথ্যপঞ্জি তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন ধনীরাম।
ভুটান পাহাড়ের পাদদেশে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত টোটোপাড়া। আদিম টোটো জনজাতির সাত পুরুষের জীবন পঞ্জিকা তৈরী করার কাজ করছেন পদ্মশ্রী ধনীরাম টোটো। সরকারের কাছে কোনও নথিপত্র না-থাকলেও নিজস্ব উদ্যোগেই টোটোদের 415টি পরিবারের পুর্বপুরুষদের তথ্য সম্বলিত পরিচয় হাতে তুলে দেবেন ধনীরাম। বর্তমানে টোটো জনজাতির লোকসংখ্যা মাত্র এক হাজার 662 জন। একটি ক্যাটালগ তৈরি করে প্রতিটি বাড়িতে পুর্বপুরুষদের তথ্য তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
পদ্মশ্রী ধনীরাম টোটো বলেন, "টোটোরা যাতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নতি করতে পারে এটাই চাই। আমি তারই চেষ্টা চালাচ্ছি। টোটো সমাজ স্বীকৃতি পাক। আমার এখন সবচেয়ে বড় কাজ টোটোদের পুর্ব-পুরুষদের নামের তালিকা বানানো। আমি এখনও পর্যন্ত টোটোদের সাত পুরুষদের তালিকা বের করতে পেরেছি। আমার কাছে এটা একটা খুব বড় ও কঠিন কাজ। ইতিমধ্যেই টাইপ শুরু হয়েছে ৷ আগামী মার্চ মাসের মধ্যেই আশা করছি এই ক্যালেন্ডার প্রকাশ করতে পারব। একটা মানুষ কতদিন আর বাঁচবেন। আগামী 40 বছর পরে বংশধরের তালিকা যোগ করতে পারবে। দু'জন অধ্যাপক আমাকে সহযোগিতা করছেন। টোটোদের একটা পরিচয়পত্র করে দিতে পারব।"
তিনি আরও বলেন, "সাতটা জেনারেশন পর্যন্ত আমরা ধরতে পেরেছি যারা বংশ পরম্পরায় টোটোপাড়ায় আছেন। 1889 সাল থেকে বের করতে পেরেছি। তার আগে কোনও তথ্য আমাদের কাছে নেই। 1901 সাল থেকে রেকর্ড আছে। কোনও জনজাতির এইভাবে সাত পুরুষের বংশ পরিচয় কেউ আগে বের করেনি ৷ সরকারের কাছে কোনও নথি এখনও নেই বলে দাবি ধনীরাম টোটোর। আগামী মার্চ মাসের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে।কোন একটি পরিবারের ঠাকুরদা বা বাবা কবে মারা গেছেন, তা এই পঞ্জিকার তুলে ধরা হবে।"
ধনীরাম টোটোর কথায়, "প্রত্যেক বাড়িতে একটা করে কপি দেব। এই তথ্যপঞ্জি আমি সরকারের হাতে যেমন তুলে দেব, তেমনি ইউনেসকোকে পাঠাব। এটা একদমই ব্যতিক্রমী কাজ। টোটোদের একটা তথ্যপঞ্জি থাকা দরকার বলে মনে করি।" পৃথিবীর সবচেয়ে ছোট জনজাতি টোটোদের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ধনীরাম টোটো। টোটো জনজাতির টোটো হরফ তৈরি করা থেকে শুরু করে টোটো ভাষায় পঠন-পাঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন ধনীরাম টোটো। টোটো হরফ ও অক্ষর তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে গত বছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন টোটো সাহিত্যিক ধনিরাম টোটো। ধনীরাম টোটো এক অস্ট্রেলিয়ান সাহেবের সহায়তা নিয়ে অক্ষর রাশি তৈরি করেছেন। সঙ্গে টোটো সাহিত্যে প্রচুর কবিতা, উপন্যাস ও রম্যরচনা সৃষ্টি করে টোটো সমাজে নিজেকে অন্য উপমায় তুলে ধরেছেন।
আরও পড়ুন:
- খাবারে মাখা সন্দেশ থেকে টাটকা মাছ, 14টি বিড়ালছানার 'মা' স্কুল শিক্ষিকা
- উচ্চমাধ্যমিকের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে মাধ্যমিকেও