পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আকাশছোঁয়া পুরোনো ট্রাকের ফিটনেস ফি ! আন্দোলনের হুঁশিয়ারি মালিকদের - Truck Fitness Fees Hike

Truck Fitness Fees Hike: 15 বছরের পুরোনো ট্রাকের ফিটনেস ফি এক ধাক্কায় আকাশছোঁয়া । বার্ষিক ফি 840 টাকা থেকে বেড়ে হয়েছে 13,550 টাকা । এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা ট্রাক মালিকরা ।

Truck Fitness Fees Hike
15 বছরের পুরোনো ট্রাকের ফিটনেস ফি বৃদ্ধি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 6:05 PM IST

রায়গঞ্জ, 5 অগস্ট: 15 বছরের পুরোনো ট্রাকের ফিটনেস ফি এক ধাক্কায় বেড়ে হয়েছে আকাশছোঁয়া । বার্ষিক ফি আগে ছিল 840 টাকা ৷ এবার তা বেড়ে হয়েছে 13 হাজার 550 টাকা । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ট্রাক মালিকরা ।

ফি বাড়ায় সমস্যায় ট্রাক মালিকেরা (ইটিভি ভারত)

রায়গঞ্জ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তিমির মজুমদার বলেন, "গত তিন বছর ধরে কেন্দ্রের এই নিয়ম চলছে । এক ধাক্কায় আকাশছোঁয়া বাড়িয়ে দেওয়া হচ্ছে ফিটনেস ফি । এর যেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিকরা । এ বিষয়ে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রের নির্দিষ্ট মন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে । সরকার পদক্ষেপ না দিলে আন্দোলনে নামব আমরা ।"

ট্রাক মালিক সংগঠনের দাবি, এমনিতে ট্রাক ব্যবসায় মন্দা । তার উপরে ফিটনেস ফি'র বোঝা বইতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের । অবিলম্বে বিষয়টি কেন্দ্রীয় সরকারের পুনর্বিবেচনা করা উচিত বলে দাবি জানিয়েছে তারা । ট্রাক মালিক শেখররঞ্জন দেব কথায়, "এমনিতেই গাড়ি চালানো অসম্ভব হয়ে যাচ্ছে । কিছু গাড়ি ভাংরিতে চলে গিয়েছে । ট্যাক্ ও বেড়ে চলেছে । তাই কেন্দ্রীয় সরকারের উচিত এই নীতিকে পুনর্বিবেচনা করে দেখা । নাহলে ভাংরি ধরে গাড়িগুলি বিক্রি হয়ে যাবে । বেকার সংখ্যা বাড়বে । বাড়বে চুরি ছিনতাই ।"

দিনকে দিন বাড়ছে পেট্রোপণ্যের দাম । এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পরিবহণ ব্যবসা । এরই মধ্যে গোঁদের উপরে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে ট্রাকের বার্ষিক ফিটনেস ফি । বেশকিছু দিন আগে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে । যেখানে 15 বছরের বেশি পুরোনো ট্রাকের বার্ষিক ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ ফি বেড়ে হয়েছে আকাশছোঁয়া । আগে বার্ষিক এই ফি ছিল 840 টাকা । নয়া নির্দেশিকা অনুযায়ী, এখন এই ফি বেড়ে হয়েছে 13 হাজার 550 টাকা । আর এতেই কুপোকাত হয়ে পড়েছেন ট্রাক মালিকরা ।

রায়গঞ্জের ট্রাক মালিক জয়দেব গোস্বামী জানিয়েছেন, "15 বছরের পুরনো ট্রাকগুলির ফিটনেস ফি এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে । কেন্দ্রীয় এই নীতির জেনে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের । এমনিতেই গাড়ির ব্যবসায় মন্দা দেখা দিয়েছে । পরিবহণ ভাড়া বাড়ছে না । দীর্ঘদিন গাড়ি বসে থাকছে । চালক খালাসির বেতন বেড়েছে । যন্ত্রাংশের খরচ বাড়ছে । পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে । তার মধ্যে কেন্দ্রীয় এই নীতির জেরে পথে বসতে হবে ট্রাক মালিকদের ।"

ABOUT THE AUTHOR

...view details