কলকাতা, 12 জুলাই:উত্তরবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী এক সপ্তাহে বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে৷ তবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকেও কমে যাবে বৃষ্টির পরিমাণ ৷ আগামী সাতদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, 12 এবং 13 জুলাই উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাকি 4 জেলা, উত্তর দিনাজপুর ও মালদায় রয়েছে হলুদ সতর্কতা ৷ সেইসঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ তবে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বাকি জেলায় ৷ আগামী 14 এবং 15 জুলাই উত্তরবঙ্গের উপরের 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাতে হবে মাঝারি বৃষ্টি ৷ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি-সহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বাকি জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস৷