কলকাতা, 17 সেপ্টেম্বর: আরজি কর মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে আবারও একাধিক প্রশ্নের মুখে পড়তে হলে রাজ্য সরকারকে । হাসপাতালের নিরাপত্তা থেকে অস্থায়ী নিরাপত্তা কর্মীদের নিয়োগ নিয়ে উঠল প্রশ্ন ৷ আর এই ইস্যুতেই তৃণমূল এবং কলকাতা পুলিশকে কড়া ভাষায় সমালোচনা করল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ৷
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে একাধিক বিষয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য । হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে রাজ্যের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর কথায়, "বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা সুরক্ষিত করতে আরও 15 দিন রাজ্য সরকার সময় চেয়েছে । এতদিন পরেও আরও 15 দিন । এটা দীর্ঘ সময় । এর মধ্যে নতুন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কি রাজ্য সরকার নেবে ? আজকের পর্যবেক্ষণে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে, প্রতিটি পদক্ষেপে কলকাতা পুলিশ এবং তার একাধিক পদাধিকারীরা তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন । যা যথেষ্ট দুঃখজনক এবং ভয়ংকর । এটা বারবার প্রমাণিত হয়েছে আজকের পর্যবেক্ষণে ।"
প্রদীপ ভট্টাচার্য আরও বলেন, "সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে সুপ্রিম কোর্ট বলেছে, বিচলিত হওয়ার মতো । এ কারণেই তদন্তে প্রকৃত দোষী এবং আরও অন্যান্য যারা জড়িত তাদের খুঁজে বার করতে সিবিআইকে আরও বেশি সময় দিতে উৎসাহী সুপ্রিম কোর্ট । অর্থাৎ গোটা ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা আবারও প্রশ্নের মুখে পড়ছে । সার্বিকভাবে রাজ্যের যে ভূমিকা এই ঘটনা নিয়ে, তা অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভয়ঙ্কর এবং নিন্দাজনক । সার্বিকভাবে দেশের কাছে বাংলার সম্মান কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তা রাজ্যের বর্তমান শাসকের ভাবা উচিত ।"
সিপিএম পলিটব্যুরো সদস্য চিকিৎসক নেতা রামচন্দ্র ডোম বলেন, "প্রথম থেকেই রাজ্য সরকার, কলকাতা পুলিশ গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করেছিল । যাতে সহজে ধামাচাপা দেওয়া যায় । কিন্তু লাখো লাখো মানুষের প্রতিবাদ এবং দাবি তা করতে দেয়নি । আজকে আদালতের পর্যবেক্ষণেও স্পষ্ট সাধারণ মানুষের যে দাবি তা নিছক নয় । সকলেই বুঝতে পারছিল প্রথম থেকেই তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে ।"