পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাদাকে না-পেয়ে ভাইকে ছুরি, বেলেঘাটায় দুষ্কৃতী হামলায় আটক 4 - PERSON ATTACKED WITH KNIFE

বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আটক 4 ৷ এলাকায় মোতায়েন পুলিশ ৷

one person attacked with knife
বেলেঘাটায় দুষ্কৃতী হামলায় আটক 4 (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 1:38 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থল কলকাতা পৌরনিগমের 34 নম্বর ওয়ার্ড, বেলেঘাটা। কিছুদিন আগেই এই 34 নম্বর ওয়ার্ডেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনা ঘটেছিল। এবার অভিযোগ, বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

সোমবার সন্ধ্যার ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও রকমের উত্তেজনা সৃষ্টি না-হয় তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ ৷

আক্রান্ত ব্যক্তি বলেন, "দুপুরে আমি শুয়েছিলাম। বাবা বসে ছিলেন। মা ঘরের কাজ করছিলেন। হঠাৎ সৌরভ নামে এলাকার এক দুষ্কৃতী এসে বলে তোর দাদা কোথায় ? আমি বলছি, দাদা ঘরে নেই। কেন ? সৌরভের সঙ্গে আরও কিছুজন লোকজন এসেছিল ৷ তারা বলে তোর দাদাকে ডাক, বিশেষ কথা আছে। এই কথায় মধ্যেই পিছন থেকে একজন ছুরি বের করে আমাকে আঘাত করতে শুরু করে। চারবার আঘাত করেছে। আমার কানে ছুরি চালায় ৷ গলাতেও কোপ মারার চেষ্টা করেছিল।"

তিনি আরও বলেন, "কিন্তু কোনওভাবে আমি ওই দুষ্কৃতীদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। চুরিকাঘাতে আমি আহত হই ৷ এরপরই চিৎকার-চেঁচামেচিতে পার্শ্ববর্তী একটি ক্লাবের সদস্যরা এখানে আসে ও ওদের ধরার চেষ্টা করে ৷ কিন্তু মূল অভিযুক্তরা পালিয়ে যায় ৷ ঘটনায় তদন্ত নেমে বেলেঘাটা থানার পুলিশ জানতে পেরেছে, এটা একটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এর পিছনে কোনও ব্যবসায়িক শত্রুতা রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷

নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনায় আমরা 4 জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজ করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের সঙ্গে ঘটনাস্থলে এসেছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details