পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচের ঘটনায় অভিযুক্ত প্রোমোটারের পর গ্রেফতার সহযোগী পাপ্পু - Garden Reach Building Collapse

Garden Reach Building Collapse Updates: গার্ডেনরিচ বিপর্যয়ে কেটে গিয়েছে প্রায় দু'দিন ৷ মঙ্গলবার সন্ধ্যায় মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে 10 ৷ উদ্ধারকাজ এখনও জারি ৷ এই ঘটনায় অভিযুক্ত প্রোমোটারকে গতকাল, সোমবার গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ পুলিশের জালে আরও এক ধৃত ৷ অভিযুক্ত মহম্মদ ওয়াসিমের সহযোগী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:19 PM IST

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে যাওয়ার ঘটনায় মহম্মদ ওয়াসিম নামে অভিযুক্ত ওই বিল্ডিংয়ের প্রোমোটারকে মঙ্গলবারই হেফাজতে নিয়েছে পুলিশ ৷ পরপরই তাণর সহযোগীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম মহম্মদ সারফারজ ওরফে পাপ্পু ৷ তাকে গার্ডেনরিচ এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গার্ডেনরিচের বিল্ডিং ভেঙে যাওয়ার ঘটনা এখনও পর্যন্ত নিহতের সংখ্যা 10। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল দুই।

এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা সবদিক দিয়েই তদন্ত করছি। ধৃত প্রোমোটারকে জেরা করে একাধিক অন্যান্য প্রোমোটারের নাম পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট আবাসনটি তৈরি করার জন্য যার সাহায্য নেওয়া হয়েছিল সেই মহম্মদ সারফারজকেও গ্রেফতার করা হয়েছে। মহম্মদ সারফারজকে বুধবার আলিপুর পুলিশ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

লালবাজার সূত্রের খবর, ওই এলাকায় মহম্মদ সারফারজ পাপ্পু নামে পরিচিত। একাধিক সময়ে বিভিন্ন নেতা-নেত্রীদের সঙ্গে তাঁকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। এই পাপ্পুর বিরুদ্ধে আগে কোনও পুলিশে অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে ধৃত ওয়াসিমকে জেরা করে বিভিন্ন প্রোমোটারের নাম পাওয়া যাবে। এই সকল প্রোমোটারদের ধীরে ধীরে নোটিশ পাঠিয়ে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শুধু গার্ডেনরিচ নয় এই চত্বরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বেআইনি আবাসন। আর কোথায়, কোন বেআইনি আবাসন গড়ে উঠছে তা দেখার জন্য এবার কলকাতা পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কলকাতা পুলিশ, এমনটাই জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে 10, জারি উদ্ধারকাজ
  2. গার্ডেনরিচ বিপর্যয়ে থানায় দায়ের আরও দু'টি মামলা, পুলিশি হেফাজতে ধৃত প্রোমোটার
  3. গার্ডেনরিচ কাণ্ডে ফিরহাদের পদত্যাগ দাবি বিকাশরঞ্জনের, জুড়লেন ইলেক্টোরাল বন্ড দুর্নীতিকে

ABOUT THE AUTHOR

...view details