পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেভক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের - Sivok Rangpo Rail Project - SIVOK RANGPO RAIL PROJECT

Labour Dead working in Sivok-Rangpo Rail Project: সেভক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন মৃত্যু হল স্থানীয় এক শ্রমিকের ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, টানেলের গোডাউনে করার সময় লোহার ব্লক শ্রমিকের মাথার উপর পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

Sivok-Rangpo Rail Project
সেভক-রংপো রেল প্রকল্পে শ্রমিকের মৃত্যু (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 1:10 PM IST

সেভক-রংপো রেল প্রকল্প (ইটিভি ভারত)

দার্জিলিং, 10 মে: সেভক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন মৃত্যু হল স্থানীয় এক শ্রমিকের ৷ মৃতের নাম শম্ভু ছেত্রী ৷ বয়স 41 বছর ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় 8.30 মিনিট নাগাদ রেল প্রকল্পের 1 নম্বর টানেলে কাজ করার সময় ঘটে এই বিপত্তি ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, টানেলের গোডাউনে করার সময় লোহার ব্লক শ্রমিকের মাথার উপর পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

যদিও ঘটনাটি অস্বীকার করেছে প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা ৷ ইন্ডিয়ান রেলওয়ে কনসট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড বা ইরকন-এর প্রোজেক্ট ডিরেক্টর মহিন্দার সিং বলেন, "টানেলের মধ্যে কোনও ঘটনা ঘটেনি। সেভকে একটি ঠিকাদারি সংস্থার অফিস ঘর তৈরির সময় দুর্ঘটনাটি ঘটেছে । তবে যাই হোক ঘটনাটি বেশ মর্মান্তিক ।"

উল্লেখ্য, কাজ শুরু হওয়ার পর থেকেই সেভক-রংপো রেল প্রকল্পে 11 জনের মৃত্যু ঘটেছে ৷ সম্প্রতি কাজ করার সময় বোল্ডার পরে মৃত্যু হয় এক শ্রমিকের ৷ গুরুতর আহত হন আরও দুই শ্রমিক ৷ ফের একই ঘটনা ঘটায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ অন্যদিকে, উত্তরকাশী টানেল বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সেভক-রংপো রেল প্রকল্পের টানেলে কর্মরতদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ ৷ কিন্তু তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন ৷ এদিনের ঘটনার পর আরও উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সেভক ফাঁড়ির পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, বুধবার 4 নম্বর টানেলের ব্রেক থ্রু সফলভাবে সম্পন্ন করেছে ইরকন ৷ 2025 সালের 15 অগাস্ট সেভক থেকে রংপো পর্যন্ত রেল চলাচলের পরিকল্পনা রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details