খড়দা, 16 জুলাই:খড়দা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাকাণ্ডে আগেই দুই গাড়ির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছিল । হয়েছিল এফআইআর'ও । সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল তারই মধ্যে একটি গাড়ির চালককে । আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িও ।
রেল সূত্রে খবর, রবিবার খড়দা রেলগেটের লেভেল ক্রসিংয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস দু'টি চারচাকা গাড়িকে ধাক্কা মেরেছিল । তারই একটির চালককে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে । অন্য গাড়িটির চালককেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল । জানা গিয়েছে, রবিবার রাত পৌনে 9টা নাগাদ খড়দহ স্টেশন লাগোয়া 9 নম্বর রেলগেট বন্ধ করার সময় এই বিপত্তি ঘটে । সে সময় খড়দা স্টেশন ছেড়ে ডাউন কলকাতাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস আসছিল দমদমের দিকে, চার নম্বর লাইন ধরে ।
অভিযোগ, 9 নম্বর রেলগেটের ক্রসিং গেট বন্ধ করার সময় জোর করে তখন একটি টাটা স্করপিও গাড়ি ঢুকে পড়ে লেভেল ক্রসিংয়ে । তার দেখাদেখি আরও একটি অ্যাপ ক্যাব ঢুকে পড়ে । স্করপিও গাড়িটি ধাক্কা খায় হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে । এর তীব্রতায় অ্যাব ক্যাবটিও ধাক্কা খেয়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার পর স্করপিও গাড়ির চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বলে দাবি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ । ঘটনার পর থেকে দু'টি গাড়িই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল রেললাইনের ধারে । পরে সেই গাড়ি দু’টিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র ।