পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেলিং-12 লক্ষের প্রতারণা! গ্রেফতার অভিযুক্ত - FRAUD IN NARENDRAPUR

অভিযোগ, বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় 12 লক্ষ টাকা তরুণীর থেকে আত্মসাৎ করেন অভিযুক্ত । পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন তিনি ।

fraud in narendrapur
অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ নরেন্দ্রপুরে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

নরেন্দ্রপুর, 23 ডিসেম্বর: ধারাবাহিকে কাজ পাইয়ে দেওয়ার নামে অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ ৷ ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার পুলিশ । তাঁর বিরুদ্ধে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করারও অভিযোগ রয়েছে । ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । বিচারক তাঁকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী অভিনেত্রী বছর খানেক আগে আইনি সমস্যায় পড়েছিলেন । সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় ফারহাদ খানের । ফারহাদ নিজেকে ব্যাঙ্কশাল কোর্টে মুহুরি বলে তরুণীর কাছে জাহির করেন । তরুণীর অভিযোগ, এই বলে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন ফারহাদ । ক্রমশ সম্পর্ক গাঢ় হয় তাঁদের মধ্যে । দু'জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয় । অভিনেত্রীর গাড়িও ফারহাদ ব্যবহার করতেন বলে অভিযোগ ।

তরুণীর আরও অভিযোগ, বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় 12 লক্ষ টাকা তাঁর থেকে আত্মসাৎ করেন ফারহাদ খান । পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন তিনি । এই ঘটনায় অভিনেত্রী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফারহাদ খানকে গ্রেফতার করে পুলিশ ।

এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালী বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে সিরিয়ালে সুযোগ করে দেওয়ার নাম করে তরুণীকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে ৷ এমনকি সে ব্ল্যাকমেলিং করে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, এমনটাই অভিযোগ করা হয়েছে ৷ ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ফারহাদ খানকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তিকে সোমবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হয় । আমরা সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছি ৷ তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে । তদন্ত শেষের আগে কিছু বলা যাবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details