পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে অস্ট্রেলিয়ায় পথে নামলেন প্রবাসী বাঙালিরা - RG Kar Protest in Perth - RG KAR PROTEST IN PERTH

Bengali Association of Western Australia Protests for RG Kar: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার গর্জে উঠলেন অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী বাঙালিরা ৷ সোমবার বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তরফে সমবেতভাবে আরজি করের সুবিচারের দাবিতে প্রতিবাদ জানানো হয় ৷

RG KAR PROTEST IN PERTH
আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে পথে নামলেন পার্থের প্রবাসী বাঙালিরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 3:13 PM IST

আসানসোল, 27 অগস্ট: আরজি কর-কাণ্ড পুরো বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের নাড়িয়ে দিয়েছে ৷ এর আগে লন্ডন, নিউজিল্যান্ড, বার্লিনে প্রতিবাদ দেখা গিয়েছে ৷ এবার অস্ট্রেলিয়ার পার্থে প্রতিবাদে নামলেন প্রবাসী বাঙালিরা ৷ বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একটি সংগঠিত প্রতিবাদের আয়োজন করে ৷ সঙ্গে ছিল অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ৷ অস্ট্রেলিয়াতে বসবাসকারী কয়েকশো বাঙালি এবং ভারতীয় বংশোদ্ভূতরা এই প্রতিবাদে সামিল হন ৷

আরজি করে জুনিয়র মহিলা চিকিৎসকের সঙ্গে নৃশংস ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছেন বিশ্বের বিভন্ন প্রান্তে থাকা বাঙালিরা ৷ গোটা দেশের বিভিন্ন জায়গা় তো বটেই, বিশ্বের বহু দেশে বাঙালিরা গর্জে উঠেছেন নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে ৷ এবার সেভাবেই অস্ট্রেলিয়ার পার্থে সংগঠিত প্রতিবাদ দেখা গেল ৷

অস্ট্রেলিয়ার পার্থে কিংস পার্কে কয়েকশো বাঙালি এবং ভারতীয়রা প্রতিবাদে সামিল হলেন সোমবার ৷ তাঁরা মোমবাতি মিছিল করেন ৷ আরজি করের মৃত নির্যাতিতা চিকিৎসকের সুবিচারের দাবিতে তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ৷ তাতে লেখা, 'দোষীদের বিচার চাই' ৷ আরজি করের নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি তুললেন অস্ট্রেলিয়ার বাঙালি তথা ভারতীয়রা ৷

আরজি করের সুবিচারের দাবিতে সরব পার্থের বাঙালিরা ৷ (নিজস্ব চিত্র)

এই প্রতিবাদে সামিল হয়ে অস্ট্রেলিয়া থেকে বেঙ্গলি অ্যাসোসিয়েশন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহ-সভাপতি ইন্দ্রনীল ঘোষ ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, "ওই ঘটনার কথা জেনে আমরা যাঁরা কলকাতা থেকে অনেক দূরে পেশার তাগিদে বিদেশে থাকি, তাঁরাও স্থির থাকতে পারিনি ৷ আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নেমেছি ৷ অস্ট্রেলিয়ার পার্থে থাকা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু ক'রে আরও বিভিন্ন পেশার বাঙালিরা এই প্রতিবাদে অংশ নিয়েছেন ৷"

আরজি করের সুবিচারের দাবিতে পার্থে জমায়েত বাঙালি সংগঠনগুলির ৷ (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ৷ সেখানে বিশিষ্টজনেদের মধ্যে ছিলেন, বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি সুস্মিতা গুহ, সম্পাদক কৌশিক তরফদার, সোহম কাঁড়ার, অমিত ভট্টাচার্য, অনুজা দাস-সহ অসংখ্য বাঙালি এবং অন্যান্য ভারতীয়রা ৷

আরজি করের নির্যাতিতা চিকিৎসকের সুবিচারের রব উঠল পার্থে ৷ (নিজস্ব চিত্র)

ABOUT THE AUTHOR

...view details