পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তেইশের রামনবমীতে শিবপুরে অশান্তি! 11 জনকে গ্রেফতার করল এনআইএ - NIA arrests on Ram Navami Clash

NIA on Ram Navami Incident: প্রায় এক বছর আগে 30 মার্চ রামনবমীর দিনে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ তার তদন্ত করছিল এনআইএ ৷ গতকাল 11 জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷

ETV Bharat
রাম নবমীর অশান্তির ঘটনায় 11 জনকে গ্রেফতার

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 8:36 AM IST

কলকাতা, 20 মার্চ: রামনবমীর অশান্তিতে 11 জনকে গ্রেফতার করল এনআইএ ৷ গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের দু'টি জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছিল ৷ একটি হুগলির কোন্নগর-রিষড়া এলাকা ৷ অন্যটি হাওড়া-শিবপুর ৷ এই অশান্তির ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-কে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট ৷ এই ঘটনায় মঙ্গলবার 11 জনকে গ্রেফতার করে এনআইএ ৷

এই ঘটনার প্রায় এক বছর হতে চলল ৷ হাওড়া-শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে গণ্ডগোল এবং আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল ৷ সেই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে মোট 11 জনকে গ্রেফতার করল এনআইএ ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্তদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া হবে ৷ এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

গত বছরের 30 মার্চ রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকা ৷ ডালখোলাতে একজনের মৃত্যু হয় ৷ পরে ইসলামপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে ৷ আরও পরে রিষড়ায় এর রেশ পৌঁছয় ৷ রামনবমীর মিছিলে আক্রমণ ও বোম ছোড়ার অভিযোগ ওঠে ৷ হাওড়ার শিবপুরে মিছিলের উপর পাথর ছোড়ার অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি পেট্রোল বোমা ছোড়ারও অভিযোগ ওঠে ৷

গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল হাওড়ার-শিবপুর এলাকা ৷ সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস-গাড়ি এবং বড় বড় শপিংমলের কাচে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে ৷ পাশাপাশি এলাকায় আগুন লাগানোর ঘটনাও ঘটে ৷ পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে, তড়িঘড়ি পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রায় এক মাস ধরে ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

এনআই-এর গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ৷ পুলিশের সঙ্গে এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ জোগাড় করেন ৷ শেষে 19 মার্চ এনআইএ-র হাতে গ্রেফতার হল 11 জন ৷

আরও পড়ুন:

  1. রামনবমীর অশান্তি, এনআইএকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের
  2. কোচবিহারে রামনবমীর মিছিলে নিশীথ, তুফানগঞ্জে পুলিশি বাধার মুখে বিশ্ব হিন্দু পরিষদ
  3. হাওড়ার হিংসায় পরিকল্পিত রাজনৈতিক মদত, মত নবান্নের

ABOUT THE AUTHOR

...view details