পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিবারও সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা শুনছেন স্থানীয়দের অভিযোগ

NHRC team visits Sandeshkhali: সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ৷ এই নিয়ে দ্বিতীয় দিন তারা উত্তর 24 পরগনার ওই এলাকায় ঘুরছে ৷ শুক্রবার প্রথম দিন তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে ৷ স্থানীয়দের অভাব-অভিযোগ শোনে ৷ শনিবারও কমিশনের প্রতিনিধিদের একই ভূমিকায় দেখা যাচ্ছে ৷

file pic
file pic

By PTI

Published : Feb 24, 2024, 2:34 PM IST

Updated : Feb 24, 2024, 8:35 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: জাতীয় মানবাধিকার কমিশনের দল শনিবারও ঘুরে দেখছেন সন্দেশখালির পরিস্থিতি ৷ কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে ৷ সেখানকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে জমি দখল-সহ আর যা যা অভিযোগ করেছেন, সেগুলিই জানার চেষ্টা করছেন এই দলের প্রতিনিধিরা ৷

এর আগে শুক্রবার জাতীয় মানবাধিকার প্রথম সেখানে আসে ৷ কমিশনে ছয় সদস‍্যের প্রতিনিধি দল যায় সন্দেশখালির একাধিক জায়গায় ৷ তবে শুরুতেই তারা যায় সন্দেশখালি থানায় ৷ সেখানে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা ৷ গ্রামবাসীরা পুলিশের কাছে কী কী অভিযোগ জমা করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করেন তাঁরা ৷

এর আগে গত 15 ফেব্রুয়ারি সন্দেশখালিতে আসে জাতীয় তফসিলি কমিশন ৷ কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের সামনে স্থানীয় মহিলারা একাধিক অভিযোগ করেছিলেন ৷ দিল্লি ফিরে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেয় কমিশন ৷ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশও করা হয় ৷ এরপর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার নেতৃত্বাধীন একটি দল সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলেন ৷ রেখা শর্মাও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন ৷ এর জাতীয় এসটি কমিশনও পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷

এবার শুক্র ও শনি দু’দিন ধরে সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এর আগে রাজ্য সরকারের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়েছিল কমিশন ৷ তার পর কমিশনের সদস্যরা একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন উত্তর 24 পরগনার এই এলাকার পরিস্থিতি ৷

এ দিন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের একটি প্রতিনিধি দল সন্দেশখালি গিয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনকয়েক আগে ঘুরে এসেছেন সন্দেশখালি থেকে ৷ শনিবার তিনি সন্দেশখালির পরিস্থিতির সঙ্গে নন্দীগ্রামের তুলনা করেছেন ৷

এদিকে স্থানীয় মানুষ যেহেতু বারবার বিক্ষোভ দেখাচ্ছেন, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে, তাই সন্দেশখালির বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷ শনিবার এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ৷ শুক্রবার গ্রামে গ্রামে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন, আজই রাষ্ট্রপতিকে রিপোর্ট পেশ
  2. অগ্নিগর্ভ সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি ভাঙচুর; গ্রামবাসীদের শান্ত করতে ময়দানে এডিজি সাউথ বেঙ্গল
  3. সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মিছিল-অবরোধ বামেদের, পুড়ল মমতার কুশপুতুল
Last Updated : Feb 24, 2024, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details