জলপাইগুড়ি, 26 জুলাই: কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে খুনের ঘটনার গ্রামছাড়া প্রতিবেশীরা । অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য কারওকে পেল না মানিকের পরিবার । অবশেষে ময়নাগুড়ি থানার পুলিশ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল । মানিকের তছনছ হওয়া বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস । কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় ইতিমধ্যেই পাঁচজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে । অধরা রয়েছেন অনেকেই । দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে আছেন মৃতের স্ত্রী স্বপ্না রায় ।
গোটা এলাকায় শ্মশানের স্তব্ধতা । আজ মানিক রায়ের বাড়িতে যান কংগ্রেস নেতারা ৷ অভিযোগ, ময়নাগুড়ির খাগড়াবাড়ির হঠাৎ কলোনির বাসিন্দা মানিক রায়ের সঙ্গে গত কয়েক বছর ধরে প্রতিবেশীদের গণ্ডগোল ছিল । পারিবারিক বিবাদকে নিয়ে মামলাও চলছিল । প্রতিনিয়ত একে অপরের বিরুদ্ধে চলত অভিযোগ ও পালটা অভিযোগ । কয়েক বছর আগে মানিকের বাড়িতে প্রতিবেশীরা চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করে ভিটেমাটি ছাড়া করে মানিকের পরিবারকে । মানিকের পরিবার তখন শিলিগুড়িতে ভাড়া বাড়িতে গিয়ে থাকতে শুরু করে ।
এরপর দীর্ঘ কয়েক বছর পর ফের মানিক তাঁর পরিবারকে নিয়ে গত 21 জুলাই ময়নাগুড়ির বসত ভিটেতে ফিরে আসেন । তারপর থেকে ফের তাঁকে হুমকি দেওয়া শুরু হয় বলে অভিযোগ । এরপর মানিক তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন ৷ ময়নাগুড়ির বিডিওকে লিখিত অভিযোগও করেছিলেন তিনি । এরপর গত 24 তারিখ রাতে তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ মানিককে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানেই তাঁর মৃত্যু হয় ।