ভাঙড়, 7 অক্টোবর: ফের ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনায় ৷ জয়নগরের পর এবার ঘটনাস্থল ভাঙড় ৷ প্রথমে গৃহবধূর গোপন ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল । পরে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশী যুবককে । ধৃত এলাকায় স্থানীয় তৃণমূল নেতার ভাই বা শাসকদলের কর্মী বলেই পরিচিত ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ৷
নির্যাতিতার অভিযোগ, স্বামী কাজে বাইরে থাকেন ৷ ফলে তিনি একাই ঘরে ছিলেন ৷ সেই সুযোগ নিয়ে 20 দিন আগে রাতে তাঁর ঘরের জানলা দিয়ে ফোনে গোপন ভিডিয়ো তোলেন প্রতিবেশী যুবক ৷ এরপর সেই ভিডিয়ো নিয়ে ক্রমাগত গৃহবধূকে প্রতিবেশী যুবক ব্ল্যাকমেল করতে থাকেন বলে অভিযোগ । আরও অভিযোগ, সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করেন ওই স্থানীয় তৃণমূল কর্মী ৷