বোলপুর, 18 জুন: নিট (NEET) ইউজি পরীক্ষায় অনিয়ম নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে খোলা চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ৷ মঙ্গলবার স্পষ্ট ভাষায় অভিযোগ করে বলেন, শান্তনু সেন, ফিরহাদ হাকিমের মেয়েরা কোটাতে এখানে ঢুকতে পারবেন না ৷ তাই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন ৷
নিট (NEET) ইউজি পরীক্ষায় দুর্নীতি নিয়ে বিজেপি নেতা চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের (ইটিভি ভারত) এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, দুর্নীতির একটা প্রমাণ দেখাক। এসএসসিতে আদালত ইডি-সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী কোর্টে যাক। যাচ্ছেন না কেন? আসলে মন্ত্রীর মেয়েরা ঢুকতে পারছেন না, তাই গাত্রদাহ হচ্ছে।" এদিন বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বোলপুরে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিন ৷
লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে বেশ কয়েকবার বেসুরো হয়েছেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ অন্যদিকে বঙ্গ বিজেপির বিরুদ্ধ বেশ কয়েকবার সুর চড়া করেছেন অনন্ত মহারাজ ৷ সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রণাম করেন সৌমিত্র ৷ সেই নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ জলঘোলা হয় বিষয়টা ৷
সৌমিত্র ও অনন্ত মহারাজ প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, "রাজ্যসভা হল সব থেকে উচ্চকক্ষ। অর্থাৎ, সম্মানের জায়গা ৷ এছাড়া, আমি নিজে ওনার বাড়ি গিয়েছি ৷ এরপর বঙ্গ বিজেপি বলতে উনি কি বলতে চাইছেন জানি না ৷ আর সৌমিত্র খাঁ কেন প্রণাম করেছেন, সেটা তিনি ভালো বলতে পারবেন ৷ তবে আমার মনে হয় মন্ত্রী ফিরহাদ হাকিম বয়সে বড়, তাই হয় তো প্রণাম করেছেন ৷ এখানে ভুল কিছু দেখছি না তো।" পাশপাশি, এদিন নির্বাচনে ফল থেকে শিক্ষা নিয়ে নতুন করে বঙ্গ বিজেপির সংগঠন সাজানো হচ্ছে বলে জানান বিজেপি নেতা সুকান্ত মজুমদার ৷