কলকাতা, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা । তাঁকে টার্গেট করা হচ্ছে বলে বিধানসভায় দাঁড়িয়ে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বিষয়েই সোমবার মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর দাবি, "সামনে লোকসভা ভোট ৷ এ কারণেই শেখ শাহজাহান অধরা । কারণ, তাঁর মতো নেতাদের দিয়ে ভোট না করিয়ে এখনও ক্ষমতায় থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সংখ্যালঘুদের তো দুধেল গাই বলে মনে করেন মুখ্যমন্ত্রী । শেখ শাহজাহানের মতো দুধেল গাইয়েরা যতদিন দুধ দেবে ততদিন অধরাই থাকবেন । দুধ দেওয়া বন্ধ হলে তাঁকে তাড়িয়ে দেওয়া হবে । এই কারণেই রাজ্য পুলিশের শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় চাননি বলেই এখনও গ্রেফতার হননি শাহজাহান । যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না ততদিন শেখ শাহাজাহান গ্রেফতার হবেন না ।"
সন্দেশখালি ইস্যুতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, বিজেপি ডার্টি গেম খেলছে । তাঁকে কটাক্ষ করে নওশাদ এ দিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুখে বিজেপির বিরুদ্ধে বলুক না কেন, তার মনে কিন্তু লাড্ডু ফুটছে । মোহন ভগবতদের সঙ্গে সরকারে থাকার সময় মনে ছিল না । কারণ, উনি চান বিজেপি আদিবাসী সংখ্যালঘুদের বিরুদ্ধে বলুক । এই কমিউনিটির মানুষেরা ভয়ে থাকুক উনি চান । তাহলেই ওঁনার ভোট করাতে সুবিধা হবে । মমতা বন্দ্যোপাধ্যায় মুখে সংখ্যালঘু, আদিবাসীদের নিয়ে বড় বড় কথা ৷ কিন্তু যখন পুলিশ আদিবাসী মেয়ের উপর অত্যাচার করল, তখন কী করছিলেন পুলিশ মন্ত্রী । কেন এখনো আনিস খানের খুনিরা অধরা?"