পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেফতার হবেন না', তীব্র আক্রমণ নওশাদের - Sandeshkhali

Nawsad Siddique Slams Mamata Banerjee: শেখ শাহজাহানের গ্রেফতারির ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেফতার হবেন না বলে দাবি করলেন তিনি ৷

Nawsad Siddique
নওশাদ সিদ্দিকী

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:14 PM IST

শাহজাহান ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ নওশাদের

কলকাতা, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা । তাঁকে টার্গেট করা হচ্ছে বলে বিধানসভায় দাঁড়িয়ে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বিষয়েই সোমবার মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর দাবি, "সামনে লোকসভা ভোট ৷ এ কারণেই শেখ শাহজাহান অধরা । কারণ, তাঁর মতো নেতাদের দিয়ে ভোট না করিয়ে এখনও ক্ষমতায় থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সংখ্যালঘুদের তো দুধেল গাই বলে মনে করেন মুখ্যমন্ত্রী । শেখ শাহজাহানের মতো দুধেল গাইয়েরা যতদিন দুধ দেবে ততদিন অধরাই থাকবেন । দুধ দেওয়া বন্ধ হলে তাঁকে তাড়িয়ে দেওয়া হবে । এই কারণেই রাজ্য পুলিশের শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় চাননি বলেই এখনও গ্রেফতার হননি শাহজাহান । যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না ততদিন শেখ শাহাজাহান গ্রেফতার হবেন না ।"

সন্দেশখালি ইস্যুতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, বিজেপি ডার্টি গেম খেলছে । তাঁকে কটাক্ষ করে নওশাদ এ দিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুখে বিজেপির বিরুদ্ধে বলুক না কেন, তার মনে কিন্তু লাড্ডু ফুটছে । মোহন ভগবতদের সঙ্গে সরকারে থাকার সময় মনে ছিল না । কারণ, উনি চান বিজেপি আদিবাসী সংখ্যালঘুদের বিরুদ্ধে বলুক । এই কমিউনিটির মানুষেরা ভয়ে থাকুক উনি চান । তাহলেই ওঁনার ভোট করাতে সুবিধা হবে । মমতা বন্দ্যোপাধ্যায় মুখে সংখ্যালঘু, আদিবাসীদের নিয়ে বড় বড় কথা ৷ কিন্তু যখন পুলিশ আদিবাসী মেয়ের উপর অত্যাচার করল, তখন কী করছিলেন পুলিশ মন্ত্রী । কেন এখনো আনিস খানের খুনিরা অধরা?"

তৃণমূলের বিরুদ্ধে রাজ্য পুলিশকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন নওশাদ সিদ্দিকী । তাঁর বক্তব্য, "যিনি অভিযুক্ত তাকে আশ্রয় দিচ্ছে পুলিশ । তৃণমূলের নেতারা মহিলাদের শ্লীলতাহানি করছে । যিনি নির্যাতিত হচ্ছেন তাঁর বিরুদ্ধেই আবার পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে । তৃণমূলের দামাল নেতাদের ভয়ে ডায়মন্ড হারবারের এক বিধানসভা এলাকায় 9 থেকে 10 জন মেয়ে স্কুলে যেতে পারে না । ভয় পায় ।"

এ দিকে আজকেই সন্দেশখালি গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । গোটা রাজ্যের মহিলারা নির্যাতিত বলে তিনি দাবি করছেন । এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন নওশাদ । তাঁর বক্তব্য,"উনি সন্দেশখালি গিয়েছেন ভালো কথা । কিন্তু, মিডিয়া বাইট, মিডিয়া ফোকাস ছাড়া আজ পর্যন্ত কিছু হয়েছে । কাজের কাজ করতে বলুন । রাজ্যপালের সঙ্গে বৈঠকও করতে পারেন ।"

আরও পড়ুন:

  1. 'শাহজাহানকে গ্রেফতার করলেই আতঙ্কের অবসান', সন্দেশখালি থেকে বললেন রেখা শর্মা
  2. 'অন্যায় করলে শাস্তি পাক', সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য জুন মালিয়ার
  3. 'নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ', সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্ত'র

ABOUT THE AUTHOR

...view details