পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বই পড়ার নেশা, মেলা থেকে 3 লাখ টাকারও বেশি বই কিনলেন নদিয়ার শিক্ষক - Kolkata Book Fair 2024

Kolkata Book Fair: ইংরেজির শিক্ষক হলেও বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন তিনি ৷ আর ভালোলাগা থেকেই এবারের কলকাতা বইমেলায় প্রায় 3 লাখ 24 হাজার টাকার বই কিনে ফেলেছেন নদিয়ার শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় ৷

Etv Bharat
মেলা থেকে 3 লাখ টাকারও বেশি বই কিনলেন নদিয়ার শিক্ষক

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 9:06 PM IST

মেলা থেকে 3 লাখ টাকারও বেশি বই কিনলেন নদিয়ার শিক্ষক

কলকাতা, 1 ফেব্রুয়ারি:বইপ্রেমীদের প্রিয় উৎসব বইমেলা ৷ সারাবছর ধরে তাঁরা টাকা জমিয়ে রাখেন শুধুমাত্র এই একটি মেলার জন্য । তারপর পছন্দমতো বই কিনে তবে শান্তি ৷ তেমনই একজন হলেন চাকদহের শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায় ৷ প্রত্যেক বছরের ন্যায় বইমেলায় আসা তাঁর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ । এবারেও তার অন্যথা হয়নি ৷ প্রত্যেক বছর ঝুলি ভরে বিভিন্ন স্বাদের বই সংগ্রহ করেন । এই বছর তিনি বই কিনেছেন প্রায় 3 লাখ 24 হাজার টাকার । তবে বই সংগ্রহের পালা তাঁর এখনও চলছে ।

বইমেলায় কখনও তাঁর সঙ্গী পরিবার, তো কখনও বন্ধু-বান্ধব ৷ এঁদের সঙ্গেই মেলার প্রত্যেকটি স্টলে 8 দিন ধরে ঢুঁ মেরেছেন তিনি । দেবব্রতবাবুর কথায়, "1994 সালে বাবার সঙ্গে প্রথম বইমেলায় আসি । পরবর্তীকালে কলেজে ও বিশ্ববিদ্যালয় পড়ার সময় থেকে একাই আসতে শুরু করি । 2010 সাল থেকে প্রায় এই পরিমাণে বই কিনতে শুরু করেছি । তবে এবছর ভাবিনি এত বই কিনে ফেলব । গত বছর প্রায় 2 লাখ টাকার বই কিনেছিলাম । স্কুল শিক্ষিকা স্ত্রী সাহায্য করাতে এই অঙ্কটা এবারে 3 লাখ ছাড়িয়ে গিয়েছে ।"

ইংরেজি বিভাগের শিক্ষক হলেও বিভিন্ন স্বাদের লেখা পড়তে ভালোবাসেন দেবব্রতবাবু । বাড়িতেই প্রায় 800 থেকে 900 জন পড়ুয়াকে নিয়ে চলে ক্লাস । কিন্তু তার মাঝে সময় বের করে নিয়মিত বইমেলায় এসেছেন ৷

তবে এবছর বইমেলা ঘুরে বহু পাঠকেরই মুখ ভার । তার কারণ একদিকে বইমেলা হচ্ছে মাসের শেষে ৷ আর অন্যদিকে বইয়ের দামও অনেকটাই বেশি। সেই বিষয়ে দেবব্রতবাবুর বক্তব্য, "আমি সারা বছর টাকা জমাই বই কেনার জন্য । তবে হ্যাঁ বইয়ের দাম দিন দিন বেড়ে চলেছে । যদি কেউ অল্প টাকা নিয়ে আসেন তাহলে অসুবিধে ৷ সত্যিই বইয়ের দাম অনেকটাই বেশি ।"

আরও পড়ুন :

  1. গতবছরের তুলনায় বিক্রি বেড়ে 28 কোটি, বুধ-রাতে শেষ হল কলকাতা বইমেলা
  2. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  3. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের

ABOUT THE AUTHOR

...view details