পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও মিলছে না চিকিৎসা ! বড় সিদ্ধান্ত রাজ্যের - SWASTHYA SATHI CARD

বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী কার্ডে অনেক সময় চিকিৎসা পান না সাধারণ মানুষ ৷ তাঁদের ভুল বুঝিয়ে টাকাও নেওয়া হয়! এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের ৷

Swasthya Sathi Card Benefits
স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় চিকিৎসা পরিষেবা নিয়ে কড়া অবস্থান রাজ্যের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 5:12 PM IST

কলকাতা, 14 নভেম্বর: বেসরকারি হাসপাতালগুলিতে কোন কোন রোগের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে, তার প্রচারে ডিসপ্লে বোর্ড রাখা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার ৷ সরকারি হাসপাতালেও এই সংক্রান্ত বোর্ড থাকবে ৷ সাধারণ দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে সরকার ৷ কিন্তু এই প্রকল্পের সুবিধে অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ। সেই ছবিতে বদল আনতে এবার এমনই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।

এই কার্ড থাকলেও অনেক সময় বেসরকারি হাসপাতালগুলিতে পরিষেবা পান না আমজমতা ৷ সমস্যায় পড়তে হয় তাঁদের ৷ এর প্রতিকারে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন ৷ সাম্প্রতিক অতীতে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, বেসরকারি হাসপাতালগুলিকেও স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে হবে ৷ কিন্তু অভিযোগ, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে চাইছেন না নাগরিকদের ৷

এই বিষয়ে সরকার কড়া হওয়ার পর বহু বেসরকারি হাসপাতাল সাধারণ মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় পরিষেবা দিচ্ছে ৷ কিন্তু এই অবস্থায় নতুন সমস্যা সামনে এসেছে ৷ স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালগুলিতে যে সমস্ত রোগের চিকিৎসা করা যায়, সে বিষয়ে বিভ্রান্ত করা হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে ৷ ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে । এমনও অভিযোগ পেয়েছে নবান্ন ৷

আর এই বিষয়টি রুখতে এবার হাসপাতালগুলিতে (সরকারি ও বেসরকারি) কোন কোন রোগের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে, তা প্রচার করতে ডিসপ্লে বোর্ড রাখা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার ৷ এরপর সাধারণ মানুষ প্রথমত জানতে পারবেন কোন হাসপাতালগুলি সরাসরি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করেন ৷ দ্বিতীয়ত, হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোন কোন রোগের চিকিৎসা হয় সেটাও সহজেই জানা যাবে ৷

সম্প্রতি রাজ্য প্রশাসন জানতে পেরেছে, বহু বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধা থাকলেও, আমজনতা সেখানে সেই সুবিধা পাচ্ছেন না ৷ এক্ষেত্রে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগেও চিকিৎসাতেও টাকা দিতে হচ্ছে ৷ এর বিরুদ্ধে পদক্ষেপ করছে নবান্ন ৷ তাই স্বাস্থ্য দফতরকে নির্দেশিকা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাতে সমস্ত হাসপাতালে যাতে ডিসপ্লে বোর্ড বাধ্যতামূলক করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details