পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগ! তৃণমূলকে দুষলেন বিজেপি নেত্রী - mysterious Bag in Durgapur - MYSTERIOUS BAG IN DURGAPUR

Abandoned Bag in Durgapur: দুর্গাপুরে একটি ম্যারেজ হলের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ৷ ব্যাগটি ঘিরে রহস্য তৈরি হয় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ, বম্ব স্কোয়াড ৷ ওই ম্যারেজ হলের মালিক স্থানীয় বিজেপি নেত্রী ৷

Abandoned Bag in Durgapur
দুর্গাপুরে ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 10:51 AM IST

দুর্গাপুরে বিজেপি নেত্রীর ম্যারেজ হলের সামনে পড়ে থাকা ব্যাগ ঘিরে চাঞ্চল্য (ইটিভি ভারত)

দুর্গাপুর, 9 মে: চতুর্থ দফার নির্বাচনের আর ক'দিন বাকি ৷ আর তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরে ৷ বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এমন একটি ম্যারেজ হলের সামনে পড়ে থাকা ব্যাগ ঘিরে তৈরি হল উত্তেজনা ৷ ঘটনাচক্রে ওই ম্যারেজ হলটি স্থানীয় বিজেপি নেত্রী মনীষা শিকদারের ৷ তিনি দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লি এলাকায় গেরুয়া শিবিরের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভানেত্রী ৷ এই ঘটনা তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি ৷

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ৷ আর সেই ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়াল দুর্গাপুর মামড়া বাজার সুকান্তপল্লী এলাকায় ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ ৷ ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ৷

এলাকায় এক বিজেপি নেতার দাবি, এই এলাকার বহু মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন ৷ সেই সময় দুর্গাপুরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পুলিশকে নির্দেশ দিয়ে গিয়েছেন বিজেপি নেতা-নেত্রীদেরকে চমকানোর জন্য ৷ এই ব্যাগ রাখাটা একটা ষড়যন্ত্র ৷

আশপাশের এলাকা থেকে বহু মানুষ ওই ব্যাগ রহস্য দেখতে বিজেপি নেত্রীর ম্যারেজ হলের সামনে জড়ো হন ৷ আপাতত পুলিশ ওই এলাকাটিকে ঘিরে রেখেছে ৷ এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ এই প্রসঙ্গে নেত্রী মনীষা শিকদার বলেন, "কাল সন্ধ্যায় ম্যারেজ হলে এসে দেখলাম একটি ব্যাগ পড়ে আছে ৷ পুলিশ এসেছে ৷ বম্ব স্কোয়াড এসেছে ৷ অনেক রাত পর্যন্ত প্রক্রিয়া চলেছে ৷ তাঁরা বলে গেলেন, 99 শতাংশ ওই ব্যাগে কিছু নেই ৷ তবে 1 শতাংশ নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যাগটিকে খোলা জায়গায় নিয়ে যাওয়া হবে ৷ আমি বিজেপির পদাধিকারী ৷ তাই তৃণমূল ভয় পেয়ে গিয়েছে ৷"

পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা ওই ব্যাগটি ওখানে রেখে গেল ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বম্ব স্কোয়াড না আসার কারণে পরিত্যক্ত সেই ব্যাগটি পড়ে থাকে একই জায়গায় ৷ পুলিশ ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'মুখ্যমন্ত্রীকে প্রাতিষ্ঠানিক চোরের সিলমোহর দিয়েছে সুপ্রিমকোর্ট', কটাক্ষ সুকান্তের
  2. 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
  3. ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি তৃণমূলের ব্লক সভাপতির

ABOUT THE AUTHOR

...view details