চুঁচুড়া, 14 ফেব্রুয়ারি:ভালোবাসা এখন নানা রঙে রঙিন ৷ তাই আর শুধু লাল নয়, ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে দেওয়ার জন্য রকমারি গোলাপের সম্ভার নিয়ে হাজির হয়েছে ফুলের দোকানগুলি ৷ শুক্রবার সেই ছবিই দেখা গেল হুগলির চুঁচুড়ার বাজারে ৷
লাল-গোলাপী-হলুদ-কমলা-নীল-সবুজ, যা চাইবেন তাই পাবেন ৷ শুধু ভালোবাসা প্রকাশের জন্য বেছে নিন প্রিয়তমের পছন্দের রং ৷ তবে নীল ও সবুজ গোলাপগুলি বেঙ্গালুরু থেকে আমদানিকৃত বলে জানাচ্ছেন দোকানদাররা ৷ তাতে কী, ভালোবাসার রঙে মিশে গিয়েছে ভিনরাজ্যও ৷ লালের পাশাপাশি তাই নীল ও সবুজ গোলাপের চাহিদাও তুঙ্গে ৷
ভ্যালেন্টাইন্স ডে-তে কোন রঙের গোলাপের চাহিদা বেশি, খোঁজ নিল ইটিভি ভারত (ইটিভি ভারত) চুঁচুড়া তোলাফটকের দুটি ফুলের দোকানে দেখা মিলেছে এই রকমারি গোলাপের ৷ দামও সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা ।20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত দামে পাওয়া যাচ্ছে । তবে একটা দিনের জন্য ভালোবাসা জানাতে আর দরদামের দিকে ঝুঁকছেন না ক্রেতারা ৷ মনপসন্দ গোলাপ তুলে নিচ্ছেন তাঁরা ৷
ভালোবাসার দিনে রংবাহারি গোলাপে ভরেছে চুঁচুড়ার বাজার (ইটিভি ভারত) দীলেশ্বর দাসের দোকানে বৃহস্পতিবার রাত থেকে গোলাপ কেনার ভিড় জমে । তিনি বলেন, "বেঙ্গালুরু থেকে অর্ডার দিয়ে আনতে হয়েছে নীল ও সবুজ গোলাপ । এবার এগুলির চাহিদা সব থেকে বেশি । দামও একটু বেশি । অন্যান্য সময় যে গোলাপ 40-50 টাকায় বিক্রি হয় ভ্যালেন্টাইন্স ডে-তে সেই গোলাপের দাম একশো টাকা । তবে সে সবকে পাত্তা দিচ্ছেন না ক্রেতারা । বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত দোকান খোলা রাখতে হয়েছে এতটাই চাহিদা ছিল ৷" ভালোবাসার দিনে লালের পাশাপাশি বিকোচ্ছে সবুজ ও নীল গোলাপ (ইটিভি ভারত) ক্রেতা অনুশ্রী ঘোষের কথায়, "খুব সুন্দর সুন্দর রঙের গোলাপ বিক্রি হচ্ছে । নীল ও সবুজ রঙের গোলাপ আমি আগে দেখিনি । এত ব্রাইট যে দেখে খুব ভালো লাগছে । আমি তো কিনলাম ৷ আমার মনে হয় আজকের দিনে অন্তত একটা গোলাপ প্রত্যেকেরই কেনা উচিত । নিজেদের ভালোবাসার মানুষের জন্য ।"
অপর এক দোকানদার শ্যামল সাঁধুখার কথায়,"এবার বেঙ্গালুরুর গোলাপের চাহিদা অনেকটাই বেশি । এত রঙের ভ্যারাইটি যার জন্য ক্রেতাদের আকর্ষণ করছে । বাজার ভালোই আছে । তবে মাধ্যমিক পরীক্ষা না থাকলে আরেকটু ভালো হত ।"