পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শতাধিক অতিথিকে মুরগির মাংস খাইয়ে পাঁঠার জন্মদিন পালন, কেক কেটে সেলিব্রেশন - BIRTHDAY CELEBRATION OF GOAT

শতাধিক অতিথিকে মুরগির মাংস খাইয়ে এলাহি আয়োজনে হল পাঁঠার জন্মদিন পালন ৷ কেক কেটে হল বিরাট সেলিব্রেশন ৷

ETV BHARAT
এলাহি আয়োজনে পাঁঠার জন্মদিন পালন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 2:38 PM IST

চুঁচুড়া, 3 জানুয়ারি: 'ওকে বলির পাঁঠা করা হচ্ছে' ৷ 'আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা' ৷ ছাগল নিয়ে এই চালু প্রবাদগুলিতে প্রাণীটির বঞ্চনার কথাই উঠে আসে ৷ তবে চুঁচুড়ার একটি ঘরের আপাত নিরীহ এই প্রাণী বঞ্চনার শিকার হয়নি ৷ বরং তাকে ঘিরেই দেখা গেল উৎসবের মেজাজ ৷ এলাহি আয়োজনে সেই পাঁঠার (পুরুষ ছাগল) জন্মদিন পালন হল ৷ কেক কেটে, প্রায় শতাধিক অতিথিকে মুরগির মাংস সহযোগে চর্ব্য-চোষ্য খাইয়ে চলল সেলিব্রেশন ৷

চুঁচুড়ার বুনোকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দারা হইহই করে গৃহপালিত পাঁঠার জন্মদিন পালন করলেন । গতবছর 2 জানুয়ারি বলি প্রদত্ত একটি পাঁঠা চলে আসে এলাকার বাসিন্দা বাবলু ওঁরাওয়ের বাড়িতে । সেই থেকে টানা এক বছর সন্তান স্নেহে তাকে পালন করেন তিনি । পাঁঠাটির নাম দেন রাজা । রাজাকে কাছে পাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তার জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন বাবলু ৷

শতাধিক অতিথিকে মুরগির মাংস খাইয়ে পাঁঠার জন্মদিন পালন (নিজস্ব ভিডিয়ো)

সেই অনুযায়ী বেলুন ও আলোর মালায় সাজানো হয় বাড়ি ৷ রাজাকে লাল জামা ও টুপি পরিয়ে কেক কাটানো হয় ৷ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়ে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় ৷ মেনুতে ছিল, ভাত, সবজি ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি-সহ বিভিন্ন পদের রান্না ৷ পাত পেড়ে চলে খাওয়া দাওয়া, হই-হুল্লোড় ৷ ইংরেজি বর্ষবরণের উৎসবকে অন্য মাত্রা দিয়েছে পাঁঠার বার্থ ডে সেলিব্রেশন ৷

বাবলু ওঁরাও মাছ ধরার কাজ করেন । দিন আনা দিন খাওয়া মজুরিতে কোনও মতে সংসার চলে স্বামী-স্ত্রীর । এক বছর হল সন্তান স্নেহে তাঁরা পালন করছেন ছাগলটিকে । সেই রাজার জন্য এনে দিয়েছেন তার সঙ্গী আরেকটি মেয়ে ছাগল ৷ সবমিলিয়ে তাদের সুখী পরিবার ৷

কেক কেটে পাঁঠার বার্থ ডে সেলিব্রেশন (নিজস্ব চিত্র)

পাঁঠার অভিনব জন্মদিন পালন নিয়ে বাবলুর বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "অনেকেই বাড়িতে পোষ্যদের জন্মদিন পালন করেন । সেরকমই বাবলু ও আমরা রাজার জন্মদিন পালন করছি । এই জন্মদিনে বেলুন দিয়ে সাজানো হয়েছে বাড়ি ৷ কেক কেটে খাওয়ানোর হয়েছে ছাগলটিকে । চেয়ার-টেবিল পেতে এখানে আমরা এক থেকে দেড়শো জন লোকের খাওয়ার আয়োজন করেছিলাম । ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি খাওয়ানো হয় ৷ বাবলুকে সহযোগিতা করে আমরা অভিনব জন্মদিন পালন করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details