কলকাতা, 17 জুলাই: ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে ৷ সেইসঙ্গে তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ৷ যদিও তাতে ঘাটতি মেটার কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস ৷
সোমনাথ দত্ত, আবহাওয়া দফতরের অধিকর্তা (ইটিভি ভারত) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "বুধবার কোনও সতর্কতা নেই ৷ তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের উপরের 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তবে বাকি জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷
আগামী 18 জুলাই, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেইসঙ্গে উপরের 5টি জেলায় রয়েছে বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি-সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷" তিনি আরও বলেন, "আগামী 19 জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ আগামী 20, 21 এবং 22 জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে 20 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই 24 পরগনা এবং উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়িতে ।"
আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, মঙ্গলবার যে নিম্নচাপের বিষয়ে জানান হয়েছিল, তা পশ্চিম দিকে সরে গিয়েছে । বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভ অঞ্চলে । এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে । সেই ঘূর্ণাবর্তের অক্ষটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে । মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের কোনও জায়গা দিয়ে যাচ্ছে না । বরং গোপালপুর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে সরে যাচ্ছে এবং তা মধ্য বঙ্গোপসাগরের উপরে ঝুঁকে রয়েছে । ধীরে ধীরে তা দক্ষিণের দিকে সরে যাচ্ছে । এর কারণে আগামি ১৯ জুলাই উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে । আর এই নিম্নচাপের কারণে দক্ষিণের জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনের আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে । মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 70 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 9.4 মিলিমিটার ।