দুর্গাপুর, 30 জুলাই: রাজ্যের বিভিন্ন জেলায় গণপিটুনির নামে যেন সিরিজ চলছে ! ছেলেধরা সন্দেহে এবার গণপিটুনির অভিযোগ দুর্গাপুরে ৷ ফরিদপুর থানা এলাকার নবঘনপুর গ্রামে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেঁধে রেখে চলল বেত্রাঘাত ৷ সঙ্গে চড়, কিল, ঘুসি কিছুই বাদ গেল না ৷ আর উদ্ধার করে আনার সময়, পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় তাঁকে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে দুর্গাপুরের ফরিদপুর থানার নবঘনপুর গ্রাম ৷
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এক যুবক এলাকায় ঘুরছিলেন ৷ এলাকাবাসীর একাংশের সন্দেহ হয়, ওই যুবক ছেলেধরা ৷ তাই নিজেরাই প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলায়, প্রথমে চড়-থাপ্পর মারা হয় বলে অভিযোগ ৷ যা ধীরে ধীরে কিল, ঘুসিতে পরিণত হয় ৷ এখানেই শেষ নয় ৷ অভিযোগ ওই যুবককে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে শুরু হয় গণপিটুনি ৷ বাঁশ, লাঠি দিয়ে ব্যাপক মারধর চলতে থাকে ৷ প্রাণ বাঁচাতে সকলের কাছে কাকুতি-মিনতি করেন তিনি ৷ কিন্তু, উন্মত্ত জনতার তখন যেন নীতি পুলিশের ভূমিকায় !
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর-ফরিদপুর পুলিশের বাহিনী ৷ কিন্তু, পুলিশের সামনেই ওই যুবককে বেধড়ক মারধর করতে দেখা যায় ৷ পুলিশ বাধা দিলে, তাদের সঙ্গেও ধস্তাধ্বস্তি শুরু করে দেয় একদল লোকজন ৷ উন্মত্ত জনতাকে বাগে আনতে সেখানে আরও বাহিনী আনা হয় ৷ এরপর পুলিশি নিরাপত্তায় রক্তাক্ত যুবককে গাড়িতে তোলার চেষ্টা করা হয় ৷