পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিরল রোগে আক্রান্ত শিশুদের পাশে 'মহাগুরু' মিঠুন - MITHUN CHAKRABORTY

বিরল রোগে আক্রান্ত তিন শিশু ৷ তিন জনের বয়সই এক বছরের কাছাকাছি ৷ এদের সুস্থ হওয়ার জন্য প্রয়োজন একটি ইনজেকশন। যার দাম 16 কোটি।

Mithun Chakraborty
বিরল রোগে আক্রান্ত শিশুদের পাশে মিঠুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 8:09 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি:তিন জনের বয়সই এক বছরের কাছাকাছি ৷ তিন জনের বাড়ি রাজ্যের নানা প্রান্তে ৷ তবে এই তিন শিশুর মধ্যেই রয়েছে এক অদ্ভুত মিল ৷ বিরল এক রোগে আক্রান্ত এই তিন শিশু ৷ এই রোগের চিকিৎসার খরচ শুনলে চিন্তায় কপালে ভাঁজ পড়ে।

একজন থাকে রান্নাঘাট, অন্যজন সোনারপুরে ৷ আরেক শিশুর বাড়ি রাজারহাটে। কিন্তু চিকিৎসার খরচের জন্য সারা পৃথিবীর মানুষকে পাশে থাকার আর্জি এই তিন শিশুর বাবা-মায়ের। সেই আর্জি শুনে এই একটি শিশুর পাশে দাঁড়ালেন সকলের 'মহাগুরু'। মঙ্গলবার বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী যান ইস্টিটিউট অফ চাইল্ড হেলথে। সেখানেই চিকিৎসাধীন রাজারহাটের ওই শিশু। শিশুটিকে দেখে পরিবারের সঙ্গে কথা অভিনেতা।

এই তিন শিশু এক বিরল রোগে আক্রান্ত ৷ যার জন্য প্রয়োজন একটি ইনজেকশন। সেই ইনজেকশনের দাম 16 কোটি টাকা। সেই ইনজেকশন দিতে হবে শিশুটির 2 বছরের মধ্যে। ইতিমধ্যেই এই 3 শিশুর জন্য শুরু হয়েছে ক্রাউড ফান্ডিং। তবে এবার অভিনেতাও সবাইকে পাশে থাকার আবেদন জানান। মিঠুন বলেন, "এ এক মহারোগ ৷ কোনও হৃদয়বান ব্যক্তিও চাইলেও একাহাতে বাঁচাতে পারবেন না। তাই আমার অনুরোধ, সবাই এগিয়ে আসুন ৷ শিশুগুলোকে বাঁচান। আমি এসে এক লক্ষ টাকা দিয়ে চলে গেলাম, এই কাজ আমি করব না। এটাকে পালিয়ে যাওয়া বলে। সবাই মিলে এগিয়ে আসুন মেয়েটাকে বাঁচাতে ৷ এই সাহায্যের জন্য আমাকে যা করতে হয়, আমি সবই করব।"

মহাগুরুকে পাশে পেয়ে ভরসা পাচ্ছে রাজারহাটের শিশুটির পরিবার ৷ শিশুটির মা বলেন, আমার মেয়ে স্পাইনাল মাসকুলার আট্রোভিন রোগে আক্রান্ত। প্রথমে বোঝা যায় না ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর খাওয়ার সমস্যা দেখা যায় ৷ শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয় ৷ আমার মেয়ের ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম। তাই ও হাসপাতালে ভর্তি আছে ৷ রাইস টিউবের মাধ্যমে ওকে খাওয়ানো হচ্ছে ৷ ভেন্টিলেশনে ওকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ মিঠুন চক্রবর্তী আমাদের সাহায্য করবেন বলেছেন ৷ আমার ভয় হচ্ছে, কারণ একটা শিশু ভেন্টিলেশনে কতদিন থাকতে পারবে।"

শিশুটির বাবা বলেন, "যার চিকিৎসার জন্য লাগবে 16 কোটি টাকা। প্রায় 14 লক্ষ টাকাও জোগাড় হয়েছে ৷ সবাই এগিয়ে এলে আমার শিশুটিকে আর পাঁচটা শিশুর মত বড় করতে পারব। মহাগুরুকে পাশে পেয়ে আমরা একটু আশা পেলাম। আশা করব, উনিও চিকিৎসায় সহযোগিতা করবেন।"

ABOUT THE AUTHOR

...view details