কলকাতা, 26 ফেব্রুয়ারি:তিন জনের বয়সই এক বছরের কাছাকাছি ৷ তিন জনের বাড়ি রাজ্যের নানা প্রান্তে ৷ তবে এই তিন শিশুর মধ্যেই রয়েছে এক অদ্ভুত মিল ৷ বিরল এক রোগে আক্রান্ত এই তিন শিশু ৷ এই রোগের চিকিৎসার খরচ শুনলে চিন্তায় কপালে ভাঁজ পড়ে।
একজন থাকে রান্নাঘাট, অন্যজন সোনারপুরে ৷ আরেক শিশুর বাড়ি রাজারহাটে। কিন্তু চিকিৎসার খরচের জন্য সারা পৃথিবীর মানুষকে পাশে থাকার আর্জি এই তিন শিশুর বাবা-মায়ের। সেই আর্জি শুনে এই একটি শিশুর পাশে দাঁড়ালেন সকলের 'মহাগুরু'। মঙ্গলবার বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী যান ইস্টিটিউট অফ চাইল্ড হেলথে। সেখানেই চিকিৎসাধীন রাজারহাটের ওই শিশু। শিশুটিকে দেখে পরিবারের সঙ্গে কথা অভিনেতা।
এই তিন শিশু এক বিরল রোগে আক্রান্ত ৷ যার জন্য প্রয়োজন একটি ইনজেকশন। সেই ইনজেকশনের দাম 16 কোটি টাকা। সেই ইনজেকশন দিতে হবে শিশুটির 2 বছরের মধ্যে। ইতিমধ্যেই এই 3 শিশুর জন্য শুরু হয়েছে ক্রাউড ফান্ডিং। তবে এবার অভিনেতাও সবাইকে পাশে থাকার আবেদন জানান। মিঠুন বলেন, "এ এক মহারোগ ৷ কোনও হৃদয়বান ব্যক্তিও চাইলেও একাহাতে বাঁচাতে পারবেন না। তাই আমার অনুরোধ, সবাই এগিয়ে আসুন ৷ শিশুগুলোকে বাঁচান। আমি এসে এক লক্ষ টাকা দিয়ে চলে গেলাম, এই কাজ আমি করব না। এটাকে পালিয়ে যাওয়া বলে। সবাই মিলে এগিয়ে আসুন মেয়েটাকে বাঁচাতে ৷ এই সাহায্যের জন্য আমাকে যা করতে হয়, আমি সবই করব।"