হায়দরাবাদ: ইতালীয় সংস্থা Ducati ভারতের বাজারে লঞ্চ করেছে নতুন বাইক ডেজার্টএক্স ডিসকভারি ৷ এটি অ্যাডভেঞ্চার বাইক স্ট্যান্ডার্ড এবং র্যালি ডেজার্টএক্স লাইনআপের অর্ন্তভুক্ত । এই নতুন বাইকটিতে অতিরিক্ত ফিচার যোগ করা হলেও, এটির রঙ পরিবর্তন করা হয়নি । নতুন ফিচারের কারণে এই বাইকের দাম বেড়েছে । বাইকটি কেনার পাশাপাশি সেটির ডিলারশিপও নিতে নেওয়া যাবে৷
Ducati DesertX Discovery-র দাম
Ducati DesertX Discovery বাইকটির দাম শুরু হচ্ছে 21,78,200 টাকা (এক্স-শোরুম) থেকে ৷ যা স্ট্যান্ডার্ড Ducati DesertX ভ্যারিয়েন্টের থেকে 3.45 লক্ষ টাকা বেশি । এই বাইকটি অন্যান্য অ্যাডভেঞ্চার বাইক ট্রায়াম্ফ টাইগার 900 র্যালি প্রো এবং বিএমডব্লিউ এফ 900 জিএস-এর সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে ৷
The DesertX is now bolder than ever, with a Thrilling Black/Ducati Red livery that commands attention, on and off the road.
— Ducati India (@Ducati_India) February 25, 2025
Launching today, the #DesertDiscovery is built for adventure, featuring a 21" front wheel and a rich set of accessories that make every ride unstoppable. pic.twitter.com/K5E0q2g4vP
Ducati DesertX Discovery নতুন ফিচার
ডুকাটি ডেজার্ট এক্স ডিসকভারি দু’টি বিকল্প ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ একটি থ্রিলিং ব্ল্যাক এবং অন্যটি ডুকাটি রেড। বাইকটির সামনের দিকে আগের তুলনায় লম্বা উইন্ডস্ক্রিন রয়েছে ৷ যা যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে । বাইকে একটি সেন্টার স্ট্যান্ড রয়েছে ৷ যার ফলে এটির পার্কিং করা আরও সহজ । ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সাবস্ক্রিপশন নিলে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট করবে ।
Ducati DesertX Discovery-র অন্যান্য ফিচার
এটির ফিচার প্রায় স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতোই । এতে 5 ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে যা স্মার্টফোনের যুক্ত করা যায় ৷ এছাড়াও, এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল এবং এসএমএস অ্যালার্ট এবং ডুকাটি লিংক অ্যাপের মাধ্যমে গান শোনার ব্যবস্থা রয়েছে ৷ পাশাপাশি 6টি রাইডিং মোড (ট্যুরিং, স্পোর্টস, ওয়েট, আরবান, এন্ডুরো, র্যালি) হয়েছে । এতে ABS, হুইল কন্ট্রোল, ইঞ্জিন ব্রেকিং কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, সেলফ-ক্যান্সেলিং ইন্ডিকেটর, স্টিয়ারিং ড্যাম্পার ফিচার এবং USB চার্জিং পোর্ট রয়েছে।
Ducati DesertX Discovery ইঞ্জিন
Ducati Desert X Discovery বাইকটিতে 937cc লিকুইড-কুলড ইঞ্জিন, 6-স্পিড গিয়ারবক্স রয়েছে। ইঞ্জিনটি 9250rpm-এ 108.8bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম ৷ এটি 6500rpm-এ 92nm টর্ক উৎপন্ন করে। এটির ওজন 210 কেজি এবং এর জ্বালানি ট্যাঙ্কের 21 লিটারের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাইকের আদলে তৈরি এনফিল্ডের ফ্লাইং ফ্লি C6