পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বামীর খোঁজ না-পেয়ে বাড়ি ফিরলেন মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় 'নিখোঁজ' মহিলা - MAHAKUMBH STAMPEDE

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় স্বামীর থেকে আলাদা হয়ে যান তিনি ৷ দু'দিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন জলপাইগুড়ির প্রৌঢ়া ৷

PRAYAG MAHA KUMBH MELA STAMPEDE
মাঝখানে দাঁড়িয়ে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় 'নিখোঁজ' থাকা মহিলা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 8:11 AM IST

জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি: প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে গত বুধবার ৷ 29 তারিখের ওই মর্মান্তিক ঘটনায় নিখোঁজ হয়েছিলেন জলপাইগুড়ির এক প্রৌঢ়া ৷ স্ত্রীর কোনও সন্ধান না-পাওয়ায় বাধ্য় হয়ে স্বামী একাই ফিরছেন ট্রেনে করে ৷ কিন্তু তার আগেই বাড়ি ফিরলেন নিখোঁজ স্ত্রী ৷

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর এলাকার বাসিন্দা শ্যাম মেহের স্ত্রী রেসমেইতকে নিয়ে 26 জানুয়ারি প্রয়াগরাজের উদ্দেশে রওনা দেন। তাঁদের সঙ্গে গিয়েছিলেন প্রতিবেশীরাও ৷ 29 তারিখ তৃতীয় শাহী স্নানের 'পুণ্যে'র ডুব দিতে জন্য সঙ্গমে নামেন। কিন্তু সেদিন পদপিষ্টের ঘটনা ঘটে ৷ তারপরই স্বামী, স্ত্রী আলাদা হয়ে যান। শ্যাম মেহের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও স্ত্রীর কোনও সন্ধান পাননি। ওইদিনই মহিলার নিখোঁজ হওয়ার খবর আসে শিকারপুরের বাড়িতে।

হন্যে হয়ে খোঁজাখুঁজির পরেও কোনও খোঁজ না-পেয়ে এদিকে প্রতিবেশীরা চলে আসেন। তারপর থেকেই জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়ের কাছে এই খবর পৌঁছতেই তিনি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন। দু'দিন নিখোঁজ থাকার পর শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন রেসমেইত মেহের (55)। তাঁর বাড়ি ফিরতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার ৷ তাঁকে দেখে আনন্দে আত্মহারা পরিবারের সদস্য থেকে শুরু করে শিকারপুর গ্রামের বাসিন্দারা ৷ রেসমেইত বাড়ি ফিরে জানতে পারেন স্বামী এখনও বাড়ি ফেরেননি ৷ তিনি এখনও ট্রেনে রয়েছেন ৷

  • রেসমেইত মেহের জানান, ঘটনার পরে প্রচুর পুণ্যার্থীর মধ্যে স্বামী খুঁজে না-পেয়ে কোনওক্রমে মেলা থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর স্থানীয় মানুষকে হারিয়ে যাওয়ার কথা বলেন। ঠিকানা বলার পর স্থানীয়রা উত্তরপ্রদেশ থেকে অসমগামী একটি ট্রেনে তাঁকে উঠিয়ে দেন। নিউ জলপাইগুড়ি ষ্টেশনে নেমে, লোকাল ট্রেন ধরে বেলাকোবা স্টেশনে আসেন।
  • পরিবারের গৃহবধূ মিঠু রায় জানান, তাঁর শাশুড়ি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুরো পরিবার দুশ্চিন্তার মধ্যে ছিল। আজ বিকেলে ফিরে আসায় সকলেই আমরা আনন্দিত। তবে শ্বশুর শ্যাম মেহের এখনও ফেরেননি। তিনি এখনও ট্রেনে রয়েছেন।
  • জেলা পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে জানান, প্রয়াগরাজে গিয়ে রাজগঞ্জের নিখোঁজ থাকা মহিলা বাড়ি ফিরেছেন। কুম্ভে গিয়ে জলপাইগুড়ি জেলার আর কেউ নিখোঁজ নেই।

ABOUT THE AUTHOR

...view details