দুর্গাপুর, 2 মার্চ: ভিড়ে ঠাসা দুর্গাপুরের বেনাচিতি বাজারে এক ব্যক্তির ব্যাগ থেকে 1 লক্ষ 80 হাজার টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা ৷ শনিবার দুপুরের এই ঘটনায় এক অভিনব কায়দায় এই লুঠ চালানো হয় ৷ অভিযোগ ব্যক্তির পিছনে 10 ও 20 টাকার কয়েকটি নোট ফেলে দেয় একজন ৷ এরপর সেই টাকা তাঁর কিনা, জিজ্ঞেস করার নামে ব্যাগ থেকে ওই ব্যক্তির সব টাকা তুলে নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজরা ৷ দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জ্যোতিষ দাস ৷ তিনি আজ দুপুরে দুর্গাপুর বেনাচিতি বাজারে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 1 লক্ষ 80 হাজার টাকা তুলেছিলেন ৷ সেই টাকা কাপড়ের থলিতে ঢুকিয়ে ব্যাংক থেকে বেরোন তিনি ৷ থলি সাইকেলের হ্যান্ডেলে ঝোলানোর পরেই এক যুবক তাঁকে জিজ্ঞেস করেন, মাটিতে পড়ে থাকা টাকা তাঁর কি না ? প্রশ্ন শুনে পিছন ঘুরে তাকান জ্যোতিষ দাস ৷ দেখেন মাটিতে 10 ও 20 টাকার কতগুলি নোট পড়ে আছে ৷ তবে, জ্যোতিষ দাস জানান, সেগুলি তাঁর নয় ৷
এরই মধ্যে তাঁর পাশে আরেকজন দাঁড়িয়ে ছিলেন, জ্যোতিষবাবু তাঁকে জিজ্ঞেস করেন ৷ ওই ব্যক্তিও জানান, সেই টাকা তাঁর নয় ৷ অভিযোগ এই কথাবার্তার মাঝেই মাত্র দেড় মিনিটের মধ্যে সাইকেলের থলি থেকে 1 লক্ষ 80 হাজার টাকা গায়েব হয়ে যায় ৷ জ্যোতিষ দাস অভিযোগে জানিয়েছেন, দ্বিতীয় ব্যক্তির সঙ্গে কথা বলার পর, তিনি ঘুরে দেখেন ওই যুবক সেখানে নেই ৷ সন্দেহ হওয়ায় টাকা থলি হাতে নিতেই দেখেন সেটি খালি ৷ বুঝে যান, তাঁর সঙ্গে কেপমারি হয়েছে ৷ ততক্ষণে পাশের ব্যক্তিও হাওয়া হয়ে গিয়েছেন ৷