কলকাতা, 5 অক্টোবর: আরজি কর-কাণ্ডে 'দ্রোহের আলো জ্বালো' কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার সময় দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন 6 জন আন্দোলনকারী ৷ সোমবার রাতে এক্সাইড মোড়ে তাঁদের উপর একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ ৷ গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷
আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ৷ তার আগে সোমবার রাতে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর বিচারের দাবিতে পালিত হয় 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি । প্রায় 80টি সংগঠন মিলে তৈরি হয়েছে অভয়া মঞ্চ । সোমবার সন্ধ্যায় তাদের ডাকে প্রায় 120টি সংগঠন মিলে এই কর্মসূচি পালন করে শহরের বিভিন্ন প্রান্তে । এতে সামিল হন অনেক সাধারণ নাগরিকও ।
এরপর রাতে বাড়ি ফেরার সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী 6 জনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ভাঙচুর করা হয় গাড়িও ৷ সোমবার গভীর রাতের দিকে ঘটনাটি ঘটে এক্সাইড মোড়ের কাছে । পরে এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয় । তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি । এই বিষয়ে লালবাজারের তরফে জানানো হয়েছে যে, এই প্রকারের একটি অভিযোগ এসেছে । বিষয়টি জানার জন্য রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ।
পুলিশ সূত্রে খবর, মিছিলের পর বাড়ি ফেরার পথে এক্সাইডের কাছে ঘটনাটি ঘটে । অভিযোগ, সম্ভবত কালীপুজোর ভাসান সেরে একটি ম্যাটাডোর করে ফিরছিলেন একদল যুবক । কোনও ভাবে তাঁদের গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লাগে মিছিলে অংশগ্রহণকারীদের গাড়ির । অভিযোগ, এর পরেই ম্যাটাডোর থেকে একদল যুবক নেমে এসে ওই আন্দলোনকারীদের গাড়ির কাঁচ ভেঙে দেন । তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ । আন্দোলনকারীদের অভিযোগ, ওই ম্যাটাডোরে বেশিরভাগ যুবকই ছিলেন মদ্যপ অবস্থায় ।
সেই সময় রাস্তায় কোনও পুলিশ ছিল না বলে অভিযোগ করেছেন আক্রান্তরা । কোনওক্রমে সেখান থেকে তাঁরা পালিয়ে বাঁচেন বলে জানিয়েছেন ৷ পরে তাঁরা শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।