কলকাতা, 29 জুন: ঘরের লাইট জ্বালাতেই বিস্ফোরণ ৷ তীব্র শব্দে কেঁপে উঠল বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাগুইআটির পশ্চিম পাড়ায় । এই ঘটনায় আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছে 13 বছরের নাবালিকা ৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
প্রতিবেশীদের অভিযোগ, ঘরের আলমারির মধ্যেই ছিল এমন কোন বিস্ফোরক পদার্থ ৷ যার জেরে এই বিস্ফোরণ। ঘটনার তদন্ত চাইছেন আতঙ্কিত প্রতিবেশীরা ৷ জানা গিয়েছে, বাগুইআটির পশ্চিম পাড়ার ওই বাড়িতে ভাড়া থাকেন মা ও মেয়ে । গতকাল রাত 10টা নাগাদ মেয়ে বাড়ি এসে দরজা খুলতে বিস্ফোরণ ঘটে ৷ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঝলসে যায় ওই নাবালিকা। বিস্ফোরণের আওয়াজ শুনে সেখানে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।