কলকাতা, 25 জুন: প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বিরাট সাফল্য পেল রাজ্য সরকারের তৈরি অ্যাডমিশন পোর্টাল । দু'দিনেই আবেদন জমা পড়ল সাত লাখ । অপরদিকে রেজিস্ট্রেশন করল প্রায় 2 লাখ পড়ুয়া । মোট আসন সংখ্যা রয়েছে 9 লাখ 46 হাজার, যার মধ্যে ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে প্রায় 2 লাখ । মঙ্গলবার রাত 9টার হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 1 লাখ 90 হাজার 758 । অর্থাৎ, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে প্রায় 1 লক্ষ 48 হাজার 169 বেশি পড়ুয়া নিজেদের নথিভুক্ত করেছে এই পোর্টালে ।
অপরদিকে, আবেদন জমা পড়েছে 7 লাখ 90 হাজার 480 । একজন আবেদনকারী কলেজ এবং কোর্স মিলিয়ে মোট 25টি আবেদন জমা দিতে পারবে । যাকে রীতিমতো ইতিবাচক হিসেবেই দেখছে শিক্ষা দফতর ৷
অ্যাডমিশন পোর্টাল খুললেও ই-মেলে ওটিপি আসছে দেরিতে, সুরাহা মিলছে কীভাবে ?
কলেজে ভর্তির জন্য এই বছর রাজ্য সরকার নিয়ে এসেছে কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল । সেই পোর্টালের সাহায্যে আর কলেজে গিয়ে নয়, বাড়িতে বসেই করা যাচ্ছে ভর্তির আবেদন । দেশের যে কোনও প্রান্তে বসেই নিজের পছন্দমতো কলেজ এবং কোর্সকে বেছে নিতে পারছে পড়ুয়ারা । অভিনব এই ভাবনা দেশের মধ্যে প্রথম এনেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর । এমনকি সেই ভাবনাতে এসেছে বিরাট সাফল্য । এই পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারের 16টি বিশ্ববিদ্যালয়ের 461টি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে 7 হাজার 230টি কোর্সের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা ।
যদিও প্রথম দিন একটি সমস্যা দেখা গিয়েছিল । তবে সময় গড়ানোর সঙ্গে সেই সমস্যার সমাধান করে দেয় উচ্চশিক্ষা দফতর । এমনকি হেল্পলাইন নম্বর এবং ই-মেল আইডি চালু করার পর এবার তৈরি করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স । যেখানে নিজের সমস্যার কথা জানালে সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছে আবেদনকারীরা । সেই হোয়াটস অ্যাপের নম্বর হল 8967090096 । প্রথমে এই নম্বরে 'হাই' লিখতে হবে । তারপরে নিজের সমস্যার কথা তুলে ধরবেন আবেদনকারীরা ।
সমস্যা পেরিয়ে তিন লক্ষেরও বেশি আবেদন কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে