কালিম্পং, 19 অক্টোবর:পথ কুকুরদের নৃশংস হামলার শিকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি ৷ ঘটনাটি ঘটেছে কালিম্পং সদর এলাকায় । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়েও ।
কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । ওই ব্যক্তির চিকিৎসা চলছে । আগে থেকেই পথ কুকুরের রাশ টানতে পুরসভা ও প্রাণীসম্পদ দফতরের সঙ্গে বৈঠক হয়েছে । কুকুরদের বংশবৃদ্ধি রোধে অভিযান চলছে । তবে এই ঘটনার পর আক্রমণকারী কুকুরদের ধরার ব্যবস্থা করা হবে । কিন্তু পরিকাঠামোগত সমস্যা থাকায় সেই কাজে দেরি হচ্ছে ।"
মানসিক ভারসাম্যহীনের উপর হামলা চালাল পথ কুকুরেরা (নিজস্ব ছবি) জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে কালিম্পং সদরের প্রিমতাম রোডে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির উপর নৃশংস হামলা চালায় প্রায় 25 থেকে 30টি পথ কুকুর । ওই কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যান ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি । তাঁর শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে নেয় কুকুরগুলো । এরপর শনিবার সকালে প্রাতঃভ্রমণকারীরা নগ্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাস্তার ধার থেকে উদ্ধার করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারা শরীরে কুকুরের কামড়ের দাগ ছিল ওই ব্যক্তির । তাঁকে উদ্ধারের পর এলাকাবাসী খবর দেয় পুলিশে । খবর পেয়ে দ্রুত কালিম্পং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।
মানসিক ভারসাম্যহীনকে আক্রমণ পথ কুকুরদের (নিজস্ব ছবি) স্থানীয় বাসিন্দা সন্দীপ জৈন বলেন, "বহুদিন ধরে এলাকায় এই পথ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে । প্রাতঃভ্রমণে বেরোলে প্রতিদিন কাউকে না কাউকে এই কুকুরগুলো আক্রমণ করে । এর আগে অনেক মানুষ এই কুকুরের আক্রমণের শিকার হয়েছে । এবার এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নৃশংসভাবে আক্রমণ করল । ভোরবেলা আমরা তাঁকে নগ্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করি । প্রশাসনের দ্রুত বিষয়টি দেখা উচিত ।"