কলকাতা, 6 ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর বিসর্জনে মহিলা সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগ ৷ কর্তব্যরত এক পুলিশকর্মীকে মারধরেরও অভিযোগ উঠেছে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজের গার্ডেনরিচ থানা এলাকার বাঁধাবটতলায় ৷ ঘটনায় আহত অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার ৷ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
লালবাজার সূত্রের খবর, বুধবার রাতে স্থানীয় এক ক্লাবের সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল ৷ অভিযোগ, বাঁধাবটতলার পাহাড়পুর রোডের কাছে রাত 11টা নাগাদ ক্লাবের সদ্যস্যদের মধ্যেই ঝামেলা শুরু হয় ৷ সেই সময় সেখানে কর্তব্যরত ছিলেন অরুণকুমার মাইতি নামে এক পুলিশকর্মী ৷ আর তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার ৷
গণ্ডগোল হতে দেখে তাঁরা এগিয়ে যান ৷ দু’পক্ষকেই বাধা দেন তাঁরা ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক এগিয়ে এসে পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন ৷ তাঁদের মারধরও করা হয় ৷ এরপরেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা ৷ ঘটনায় আহত হন পুলিশকর্মী এবং ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ৷