কলকাতা, 2 এপ্রিল: জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বেশ কিছুদিন ধরেই প্রচারের কাজে বেলদায় রয়েছেন তিনি । হালকা সুতির শাড়ি আর ছিমছাম সাজে অভিনেত্রী রোজই পৌঁছে যাচ্ছেন তাঁর নির্বাচনী কেন্দ্রের নানা প্রান্তে। দেখা করছেন সাধারণ মানুষের সঙ্গে। হাজির হচ্ছেন নানা ধর্মীয় স্থানে। পুজো দিচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন, কথা বলছেন সকলের সঙ্গে । আর প্রচারের এই সব মুহূর্তের ছবি তিনি তুলে ধরছেন সামাজিক মাধ্যমে করা বিভিন্ন পোস্টে।
মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর 1 নম্বর ব্লকের বড়কলা অঞ্চলের পীতাম্বরপুর গ্রামে সম্প্রতি শীতলা মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠানে যোগ দেন জুন মালিয়া। সেখানে গিয়ে নিজে হাতে দর্শনার্থীদের ভোগ বিতরণ করেন অভিনেত্রী। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি শালবনী ব্লকের পিড়াকাটা বাজারে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের নানা ছবিও তিনি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমের ওয়ালে।
মেদিনীপুর শহরে নির্ভীক কালচারালের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকের নেতিবাচক চরিত্র মৃত্তিকা থুড়ি জুন মালিয়াকে । গতকাল মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর শহরে বালাজি মন্দিরে দেবদর্শনে যান তিনি। মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রমেও প্রার্থনায় যোগ দেন তিনি । খড়গপুর শহরের স্যাক্রেড হার্ট চার্চেও (Sacred Heart) প্রার্থনা করেন তিনি ।
আগামী 25 মে ষষ্ঠ দফার ভোটে পরীক্ষা জুন মালিয়ার। ওইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং ঘাটালে ।