কলকাতা, 13 জুলাই:কয়েকদিন আগেই তারাতলা সংলগ্ন এলাকায়বেআইনি নির্মাণ ভাঙতে যান কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ সেখানেই আক্রান্ত হয়েছিলেন মহিলা ইঞ্জিনিয়ার-সহ চার ইঞ্জিনিয়ার ৷ সেই ঘটনাতে বিল্ডিং বিভাগের ডিজিকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন ফিরহাদ। কটাক্ষের সুরেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বেআইনি করব, আবার মস্তানি করব, এটা হতে পারে না ৷"
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "আমার কাছে অভিযোগ এসেছে ৷ আমি গোটা বিষয়ে কড়া পদক্ষেপ করতে বলেছি ডিজি বিল্ডিং-কে।" তিনি কলকাতা পুলিশকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ৷ পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে বলেন ৷
ইঞ্জিনিয়ারদের একাংশের অভিযোগ, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজে গিয়েছিলেন তাঁরা ৷ পুলিশের যে দল থাকে, তাতে অধিকাংশ সময় মহিলা পুলিশ কর্মী থাকে না ৷ এদিকে ঘটনাস্থলে স্থানীয়রা বা অভিযুক্তরা মহিলাদের এগিয়ে দেন ৷ তাঁরাই অধিকাংশ সময় চড়াও হন ৷ মহিলা পুলিশ না থাকায় পুলিশও কিছু করতে পারে না ৷ এই পরিস্থিতিতে পুলিশ থেকেও যদি আক্রমণ না ঠেকানো যায়, তবে কীভাবে কাজ করবেন, সেই প্রশ্ন তুলেছেন ইঞ্জিনিয়াররা ৷
উল্লেখ্য, নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে বেআইনি নির্মাণ চিহ্নিতকরণ করছেন ৷ এই ঘটনার পর বেআইনি নির্মাণ ভাঙার কাজ বয়কট করেছেন পুরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ এই প্রসঙ্গে লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, "এই ধরনের অভিযানে পর্যাপ্ত বাহিনী থাকে ৷ সেখানে মহিলা পুলিশও থাকেন ৷ আমাদের কাছে এই ধরনের অভিযানে ভিডিয়ো করা হয় ৷ এই অভিযোগ সঠিক নয় ৷ আর কোনও জায়গা থেকে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷"
বেশ কিছুদিন আগে তারাতলা সংলগ্ন 89 নম্বর ওয়ার্ডে প্রিন্স রোহিমুদ্দিন লেন এলাকায় একটি বেআইনি নির্মাণ ভাঙতে যান কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা। সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশ কর্মীরাও। ঘটনাস্থলে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হতে হয় পুরনিগমের ইঞ্জিনিয়ারদের ৷ ওই নির্মাণের আবাসিকদের সঙ্গে বচসা শুরু হয় ৷
অভিযোগ, মহিলা ইঞ্জিনিয়ারের গলা টিপে ধরা হয় ৷ অন্যান্য ইঞ্জিনিয়ারদের মারধর করা হয় । পুলিশের বিরুদ্ধে সব দেখেশুনেও নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে ৷ কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা ৷ এরপরই পৌরনিগমে ইঞ্জিনিয়ারদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায় ৷ মেয়র ফিরহাদ হাকিমকে লিখিত অভিযোগ করেন ইঞ্জিনিয়াররা ৷ তাতে মেয়র তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ৷ সেই মতোই এই পদক্ষেপ ৷